বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ২০:০৭

জেলার শ্রেষ্ঠ ওসি হাজীগঞ্জ থানার মোহাম্মদ জোবাইর সৈয়দ

কামরুজ্জামান টুটুল
জেলার শ্রেষ্ঠ ওসি হাজীগঞ্জ থানার মোহাম্মদ জোবাইর সৈয়দ
পুলিশ সুপার মিলন মাহমুদের কাছ থেকে জেলার শ্রেষ্ঠ ওসির পুরস্কার গ্রহণ করছেন যোবাইর সৈয়দ। ছবি : সংগৃহীত।

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের (ওসি) পুরস্কার পেলেন হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ। রোববার ১৫ জানুয়ারি দুপুরে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদের কাছ থেকে তিনি সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ডিসেম্বর-২০২২ মাসের সেবা প্রদানে জেলার ৮টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মোহাম্মদ জোবাইর সৈয়দ এই সম্মাননা পুরস্কার গ্রহণ করেন। এইদিন দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

একই অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে হাজীগঞ্জ থানার মোঃ নজরুল ইসলাম, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) মোঃ মেজবাহুল আলম চৌধুরী এবং শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ রেজাউল করিম সম্মামনা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফদিরগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে'সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত অক্টোবর-২০২২ মাসের জেলার শ্রেষ্ঠত্বের সকল পুরস্কার লাভ করেন হাজীগঞ্জ থানার কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়