বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩, ২২:২৭

চাঁদপুরের তিন জামায়াত নেতা কারাগারে

অনলাইন ডেস্ক
চাঁদপুরের তিন জামায়াত নেতা কারাগারে

নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় জামিন নিতে আসলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক আবুল হোসাইনসহ তিন জামায়াত নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরা দিতে গেলে আদালত এ নির্দেশ দেন।

আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. শাহজাহান খান এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, হাজীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় উচ্চ আদালতের নির্দেশে ৩ সপ্তাহের জামিন শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরা দিতে যান শাহরাস্তি উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, কচুয়া উপজেলা জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন ও হাজীগঞ্জের জামায়াত নেতা মোঃ আব্দুস সোবহান। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিন।

২০২২ সালের ১৮ ডিসেম্বর রোববার সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজারের কিউসি (কাতার-কানাডা) টাওয়ারের ১১ তলার একটি বাসা থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১১ নারীকে জামায়াতের মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রসিদ ও দাওয়াতি কার্ডসহ গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

এ ঘটনায় হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ নুরুল আলম বাদী ১৫ জনের নামসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। ওই মামলায় হাজিরা দিতে গেলে আদালত তিন জামায়াত নেতাকে কারাগারে পাঠায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়