বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ১৮:৪৬

বিএনপির ১০ দফা ও ২৭ দফার বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক কর্মশালা

বিএনপি ব্যতীত এদেশে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী

স্টাফ রিপোর্টার
বিএনপি ব্যতীত এদেশে আর কোন নির্বাচন  হতে দেওয়া হবে না-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা  মনিরুল হক চৌধুরী

বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র মেরামতের ২৭ দফার বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারি শনিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।

এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া জীবনের বিনিময়ে আপোষ করেনি।যুগে যুগে দেশের কল্যানে অনেক নেতা এসেছিল আজকে একজন নেতা এসেছে। তিনি হলেন তারেক রহমান। ৬৯ রে ছাত্র সমাজ দিয়েছিলো ৬ দফা আজকে এদেশ ও দেশের মানুষের কল্যানে তারেক রহমান দিয়েছে ২৭ দফা।এমন যুগান্তকারী রাজনৈতিক কর্মসূচি বিএনপি দিতে পারে তা আমাদের ধারণা ছিল না এক মাস আগে। এটি সম্ভব হয়েছে তারেক রহমানের কারণে।আজকে ক্ষমতাসীনরা যাকে দুর্নীতিবাজ বলে তিনি দুর্নীতির বিরুদ্ধে আপোষ না করার জন্য লিখিত ভাবে বলছে। এমন সাহস একমাত্র তারেক রহমানই দেখাতে পারে।

তিনি বলেন, আজকে বিএনপির ২৭ দফা ও ১০ দফা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয় । একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন ও দেশের মানুষের কল্যাণের স্বার্থে । ওদের সাথে যুদ্ধ হচ্ছে এই যুদ্ধে আমরা জয়লাভ করবো।তারাও জানে যে তারা ভোটার বিহীন সরকার। আইয়ুব খানও টিকতে পারেনি। কাজেই এই সরকারও টিকতে পারবে না।

তিনি আরো বলেন, এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ১৭০ দিন হরতাল করেছিল।সেই দাবীর প্রেক্ষিতে বিএনপি ক্ষমতায় এসে ১ মাসের মাথায় নির্বাচন দিয়েছিল।যা পৃথিবীর ইতিহাসে নজির। আজকে তারা ক্ষমতায় আসার পর সেই তত্ত্বাবধায়ক সরকারকে এমন ভাবে বাতিল করেছে যা পৃথিবীর ইতিহাসে বিরল।যেখানে সংসদ বহাল থেকে নির্বাচন হবে।এমপিরা এমপি থেকে মন্ত্রীরা মন্ত্রী থেকে নির্বাচন করবে।

মনিরুল হক চৌধুরী,বিএনপি ব্যতীত এদেশে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না। সকল রাজনৈতিক মামলা এক অর্ডারে বাতিল করতে হবে। এই সরকার হলো রেডিমিক্স। যেকোনো ধারা উল্লেখ করে যেকোন সময় যে কাউকে মামলা দিতে পারে।

তিনি বলেন, জ্বালানির মূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে পৃথিবীর কোন দেশে একসাথে জ্বালানির দাম এতো বাড়েনি। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে। তাতে দেশের মানুষ অতিষ্ঠ ।আজকে বাংলার মানুষ তারেক রহমানের ডাকে জেগে উঠেছে। যারা আজকে ক্ষমতায় মসনদে আছে তারা যদি দাবি না মানে তাহলে তাদের মাশুল দিতে হবে। দেশ বাচাতে হলে সমঝোতায় আসতে হবে। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের দাবী মানুন।সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলো।আজকে সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেশে যে সংকট দেখা দিয়েছে।সেই সংকট থেকে দেশকে বাচান।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুন রশীদ, বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা. শামীম আহমেদসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়