বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল
  •   আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২, ২০:৪৩

মেঘনায় ২৯ বেহুন্দি জাল জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার
মেঘনায় ২৯ বেহুন্দি জাল জব্দের পর আগুনে পুড়িয়ে ধ্বংস

চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির মাছের রেনু পোনা ধ্বংসের কাজে ব্যবহ্নত ২৯টি বেহুন্দি জাল জব্দ করার পর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে জব্দকৃত জালগুলো কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মেঘনা নদীতে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলামের নেতৃত্বে কোস্টগার্ডের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হয় । এ সময় জেলেদের নৌকা থেকে ১৫ টি বেহুন্দি জাল জব্দ করা হয় ।

তিনি আরো জানান, এর আগে ২৬ ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত একই এলাকায় অভিযান পরিচালনা করে ১৪টি বেহুন্দি জাল এবং ১২টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। দুই দিনের অভিযানের জালগুলো কোস্টগার্ড স্টেশনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম জানান, জাতীয় সম্পদ ইলিশ ও অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে শীত মৌসুমে রেনু পোনা যাতে জেলেরা আহরণ করতে না পারে সে জন্য মৎস্য বিভাগ কঠোর অবস্থান নিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়