প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২২, ১০:৪০
মতলব দক্ষিণে মিয়াজী ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা
ক্ষুদে শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মিয়াজী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলার ১৬০নং পুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ১১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে ৩ জনকে ট্যালেন্টপুলে ও ৭ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে। হল দায়িত্বে ছিলেন, সহকারী শিক্ষিকা লুৎফুন নাহার লতা, নজরুল ইসলাম ঢালী।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদার, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মজিদ প্রধান, সাবেক প্যানেল চেয়ারম্যান জাহিদুর রহমান জাহাঙ্গীর মিয়াজী, মিয়াজী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম মিয়াজী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালী, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ,
মিয়াজী ফাউন্ডেশনের কর্মকর্তা মুরাদ ময়িাজী, এনামুল হক জসিম, মো. মাহফুজুর রহমান ঢালী,
বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।মেধাবৃত্তি পরীক্ষা সম্পর্কে মিয়াজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি দুবাই প্রবাসী মো. শাহাদাত হোসেন মিয়াজী জানান, শিক্ষার্থীদের মাঝে লেখাপড়ার প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন। এ ছাড়া মিয়াজী ফাউন্ডেশন সামাজিক অবক্ষয় প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে সব সময় কাজ করে যাবে।
ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদার বলেন, সামাজিক সংগঠনগুলো নতুন প্রজন্মকে বড় হবার স্বপ্ন দেখাছে। প্রতিযোগিতায় টিকে থাকার মনোভাব তৈরি করছে। সকল ভালো কাজে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব সময় সহযোগিতা থাকবে।
উল্লেখ্য, দুবাই’তে বসবাসরত মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের কৃতিসন্তান মো. শাহাদাত হোসেন মিয়াজী চলতি বছেরর জুলাই মাসে মিয়াজী ফাউন্ডেশনটি গঠন করেন। প্রতিষ্ঠার পর আজ অবধি ফাউন্ডেশনটি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে ।