বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২, ২১:১০

শাহরাস্তিতে ভূমি অফিসের সৌন্দর্যবর্ধণ ও অফিস কক্ষের ডেকোরেশনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে ভূমি অফিসের সৌন্দর্যবর্ধণ ও অফিস কক্ষের ডেকোরেশনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

শাহরাস্তি উপজেলার নির্মাণাধীন ভূমি অফিসের সৌন্দর্যবর্ধণ ও রক্ষণাবেক্ষণ কাজ এবং সহকারী কমিশনারের (ভূমি) অফিস কক্ষের ডেকোরেশনের শুভ উদ্বোধন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ২ টায় তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এর আগে তিনি বেলা ১টায় সূচীপাড়া উত্তর ইউনিয়ন ভূমি অফিস ও সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। বেলা দেড়টার সময় তিনি শোরসাক কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন।

উপজেলা ভূমি অফিসের সৌন্দর্যবর্ধণ ও রক্ষণাবেক্ষণ কাজ এবং সহকারী কমিশনারের (ভূমি) অফিস কক্ষের ডেকোরেশনের শুভ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ, সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সূচীপাড়া উত্তর ইউনিয়ন ভূমি অফিস ও সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার ও শোরসাক কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক এসব দফতর পরিদর্শনকালে বিভিন্ন সেবা গ্রহীতার বক্তব্য শুনেন এবং সেবা সহজতর করতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়