প্রকাশ : ১১ নভেম্বর ২০২২, ২০:৪৮
জনদুর্ভোগ চরমে, নেই সড়ক সংস্কারের উদ্যোগ
পুরাণবাজারের রাস্তাগুলোর ভগ্নদশা
চাঁদপুর জেলা শহরের প্রধান ব্যবসায়িক এলাকা পুরাণবাজারের প্রধান প্রধান সড়কসহ অধিকাংশ রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে।পুরাণবাজার ব্রীজের গোড়ার রাস্তা থেকে শুরু করে জুট মিল থেকে রঘুনাথপুর ওয়াপদা পর্যন্ত,পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল হক বাচ্চু মিজির বাড়ির সামনের রাস্তা থেকে নুরিয়া হাইস্কুল সংলগ্ন আমজাদ আলী সড়ক,পালপাড়া- জাফরাবাদ মাদরাসা- দোকানঘর সড়ক, লোহারপুল শাহী মসজিদের সামনের রাস্তা,ছৈয়াল বাড়ি,মৈশাল বাড়ি,বেপারি বাড়ি,মক্কা মিল,আলআমিন মিল মোড়,জাফরাবাদ চালতা গাছতলা।
অপরদিকে, রয়েজ রোড,ম্যারকাটিজ রোড দেওয়ান আবুল খায়ের সড়ক,৫নং ঘাট,নিতাইগঞ্জ, রমনিমোহন রাস্তা,মাছবাজার,দক্ষিণ বাজার রাস্তা,ট্রাকরোডের নতুন রাস্তাসহ অন্যান্য সড়কে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে।এসব সড়কে দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট বড় যানবাহন চলাচলের পাশাপাশি স্কুল কলেজ,মাদরাসার শিক্ষার্থী ও পথচারীরা চলাচল করছে। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার মানুষকে। তবুও সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে,হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলার সাথে নিয়ামতি বাজারের সঙ্গে সংযোগ হয়েছে এখানকার বিভিন্ন সড়কের। বর্তমানে পুরাণবাজারের অধিকাংশ রাস্তা খারাপ হওয়ায় এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। সড়কগুলোতে যানবাহন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।
একাধিক অটোবাইক চালক এবং দুর্ভোগের শিকার সাধারণ মানুষের ভাষ্য হচ্ছে,মেয়র সাহেব রাস্তাগুলোর দিকে কেন দেখে না,কবে ঠিক হবে এ রাস্তা
। ভাঙ্গ রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে আমাদের গাড়িগুলো যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব রাস্তায় চলতে গিয়েও মানুষের খুবই অসুবিধা হয়।
রাস্তার গর্তে গাড়ি পড়লে ঝাঁকুনিতে যাত্রীরা অনেক কষ্ট পায়।
সবচেয়ে বেশি কষ্ট পায় লোহারপুল, জাফরাবাদ দোকানঘর সড়কে যাতায়াতকারী যাত্রী সাধারণ।
পুরাণবাজারের রাস্তাগুলোর ভগ্নদশা থেকে এলাকাবাসী পরিত্রাণ চায়।
এ ব্যাপারে জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারে উদ্যোগ নেয়ার জন্য পৌর মেয়রের সু দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী জনগণ।