প্রকাশ : ০৫ নভেম্বর ২০২২, ১৬:৫৭
মতলব দক্ষিণে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত
মতলব দক্ষিণে ‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্য সামনে রেখে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটিতে ৫ নভেম্বর সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালির বের হয়। র্যালীটি শহর প্রদক্ষিণ করে।
|আরো খবর
র্যালীর পূর্বে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস এর সভাপতিত্বে ও রংধনু বহুমুখী সমবায় সমিতির সভাপতি রোটা. শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, মতলব কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান মোঃ শওকত আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল হাসনাত, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, খাদেরগাঁও ইউনিয়নের সাবেক সদস্য সমবায়ী শেখ ফজলুল করিম সেলিম, উপাদী উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও উপাদী সমবায় সমিতির সাধারণ সম্পাদক কামাল গাজী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওঃ মোয়াজ্জেম হোসেন ও গীতা পাঠ করেন চয়ন ঘোষ। এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, থানার এসআই মোঃ রুহুল আমিন, বিআরডিবির সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম সারওয়ার সেলিম, পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রিপন পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।