বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২, ১৮:০২

মতলবে সম্প্রীতির সংগ্রামে আমরা কর্মসূচি পালন

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে সম্প্রীতির সংগ্রামে আমরা কর্মসূচি পালন

মতলব দক্ষিন উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২৮ অক্টোবর কবিতাঙ্গন আবৃত্তি পরিষদের আয়োজনে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আবৃত্তি আন্দোলন সম্প্রীতির সংগ্রামে আমরা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি। কবিতাঙ্গন আবৃত্তি পরিষদের সভাপতি আইনুন নাহার কাদরীর সভাপতিত্বে এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য ইফতেখার উদ্দিন কাদরীর সঞ্চালনায় এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কুমিল্লার সভাপতি পাপড়ি বসু, মতলব সূর্যমুখী কচি-কাঁচারমেলার প্রতিষ্ঠাতা মাকসুদুল হক বাবলু, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন কৈশোর, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর নির্বাহী সদস্য গোলাম মোস্তফা প্রমুখ। এ সময় সংহতি প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগাম সম্পাদক ফারুক বীন জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রোটা. মোফাজ্জল হোসেন, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ ফারুক আহমেদ বাদল, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ মতলব শাখার সভাপতি ও প্রশিক্ষক সঙ্গীত শিল্পী দুলাল পোদ্দার, আবৃত্তি সংসদ কুমিল্লার সভাপতি তাহমিনা বেগম, বাচিক বিকাশ কেন্দ্র কুমিল্লার রাইয়ানুল জান্নাত রোজা, সনক আবৃত্তি সংগঠনের সভাপতি সাইয়্যেদুল আরেফিন শ্যামল, মতলব রোটারী ক্লাবের সভাপতি রোটা, রেদোয়ান আহমেদ জাকির, চাঁদপুর সাহিত্য মঞ্চ এর মাইনুল ইসলাম মানিক, অঙ্গীকার বন্ধু সংগঠনের সভাপতি মোঃ আল আমিন, সমাজসেবক সুদেব আচার্য্য। এ কর্মসূচীতে মানবতার পংক্তিমালা শিরনামে কবিতাঙ্গন আবৃত্তি পরিষদের দলীয় আবৃত্তি প্রযোজনা উপস্থাপন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়