বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ২০:১৮

মতলব দক্ষিণে জোড়পুল সিএনজি পরিবহন শ্রমিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

মুহাম্মদ আরিফ বিল্লাহ
মতলব দক্ষিণে জোড়পুল সিএনজি পরিবহন শ্রমিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মতলব দক্ষিণে জোড়পুল সিএনজি পরিবহন শ্রমিক সমবায় সমিতির ব্যবস্থাপনা ও কার্যকরি কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২২ অক্টোবর জোড়পুল শিশু মেলা স্কুলে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সিএনজি অটোরিকশা চালকগণ স্বতঃস্ফূর্ত ভাবে আগামী তিন বছরের জন্য তাদের শ্রমিক নেতা নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন। নির্বাচনে সভাপতি পদে ১৯৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু জাফর পাটওয়ারী। নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী নুরুল ইসলাম সিএনজি প্রতিক নিয়ে পেয়েছেন ৬৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোট তিন জন প্রার্থীর মধ্যে ১৪৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. শামীম প্রধান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাসেল পাটোয়ারী পেয়েছেন ৬৯ ভোট।

কোষাধক্ষ্য পদে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ উল্লাহ খাঁন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মাহাবুব আলম পেয়েছেন ১০৪ ভোট। এ ছাড়া সহ-সভাপতি পদে ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. জিসান প্রধানীয়া। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এমরান সরদার পেয়েছেন ১০৬ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শাহাদাত বেপারী। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মামুন পাটোয়ারী পেয়েছেন ৭২ ভোট।

সাধারণ সদস্য পদে নির্বাচিত হয়েছেন চার জন। এর মধ্যে ১৬৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন মো. মফিজ উদ্দিন, ১২৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মো. সাদ্দাম হোসেন, ১২৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন মো. মামুন হোসেন, ৯৩ ভোট পেয়ে ৪র্থ হয়েছেন মো. জুলহাস প্রধানীয়া।

নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোকলেছুর রহমান। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, উপজেলা সহকারী সমবায় অফিসার সঞ্জয় দাস, সমিতির সদস্য মো. শরীফুল ইসলাম খাঁন, সাইফুল ইসলাম ও সদস্য মো.গিয়াস উদ্দিন।

এসময় নির্বাচন পরিদর্শন করেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া। আইনশৃংখলা নিয়ন্ত্রনে ছিলেন থানার এমসআই হাবিবুর রহমান ভূইঁয়াসহ সঙ্গীয় ফোর্স।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়