বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২২, ২৩:১০

চান্দ্রা ইউপিতে জেলে চাল বিতরণ নিয়ে ক্ষোভ

স্টাফ রিপোর্টার
চান্দ্রা ইউপিতে জেলে চাল বিতরণ নিয়ে ক্ষোভ

চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ উপলক্ষে সরকারি বরাদ্দ পাওয়া চাল বিতরণ নিয়ে গত দুইদিন যাবত ক্ষোভ ও দ্বন্দ্ব বিরাজ করছে।চালের জন্য নিবন্ধিত জেলেরা বিতরণ স্থানে এসে না পেয়ে ক্ষোভ নিয়ে ফিরে যাচ্ছে।২৫ কেজি করে প্রতি জেলেকে চাল দেয়ার কথা। এ চাল ১৯ অক্টোবর থেকে পরিষদে দেয়া হবে বলে জেলেরা উপস্থিত হন।পরে তাদেরকে জানানো হয়েছে ট্যাগ অফিসার আসলে দেয়া হবে।কিন্তু গত দুইদিনেও সেই চাল বিতরণ শুরু করা হয়নি।

এদিকে, স্থানীয় সূত্র জানায়,পরিমাণ মত বা ২/১ কেজি কম দেয়া হতে পারে এমন আশঙ্কায় ইউপি চেয়ারম্যানের সাথে দলীয় নেতাকর্মীদের দ্বন্দ্বের চলছে। এ কারণে চাল বিতরণে বিলম্ব করা হচ্ছে। ক্ষুব্দ জেলেরা জানায় চাল বিতরণ নিয়ে ইউনিয়ন পরিষদে নাটক চলছে। বিষয়টি প্রশাসন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দের দিকে তাকিয়ে আছেন ভুক্তভুগী এ ইউনিয়নের জেলে সাধারণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়