প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২, ০০:৩৮
চাঁদপুরে জাতীয় শিশু দিবস ও বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উদযাপন
‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ, এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুর জেলায় ৩ অক্টোবর ২০২২ তারিখ জাতীয় শিশু দিবস ও বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন হয়েছে।
|আরো খবর
এ উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর শিশু একাডেমি ও জেলা প্রশাসন এর আয়োজনে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমতিয়াজ হোসেন।
শিশুদের পরিবেশনায় সমবেত সঙ্গীত উপস্থাপন শেষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নির্মিত একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। দিবসটি উদযাপনে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান।
সংগীতশিল্পী মৃণাল সরকার এর নেতৃত্বে শিশু একাডেমি চাঁদপুর এর শিশু শিল্পীদের পরিবেশনায় উৎসব মুখর কোরাস সংগীতের মাধ্যমে শিশু দের অধিকার গুলো ফুটে উঠে। জেলা প্রশাসক পুরো অনুষ্ঠান উপভোগ করেন এবং শিশু একাডেমি চাঁদপুর এর সকল প্রশিক্ষণার্থী,প্রশিক্ষক, অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন আমরা এই শিশুদের নিয়ে সোনার বাংলা গড়ে তুলবো। পরে ৩২ জন শিশুকে পুরস্কার প্রদান করেন।