প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ১৪:০১
আসুন, করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হই-১৭
করোনা রোগীদের বাড়ি শতভাগ লকডাউন বাস্তবায়ন করতে হবে -- আঃ ছাত্তার মজুমদার পিএমবার
|আরো খবর
চাঁদপুর কণ্ঠের উপরোক্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মাস্ক পড়া, ঘরে থাকাসহ শতভাগ লকডাউন বাস্তবায়ন করতে হবে। হাট-বাজারে অযথা মানুষের ঘুরাঘুরি বন্ধ করতে হবে।
তিনি বলেন, এলাকাভিত্তিক বা বাড়িভিত্তিক করোনা রোগীদের শনাক্ত করে সেই বাড়িটিকে লকডাউন বাস্তবায়ন করতে হবে। অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করতে আনসার-ভিডিপি সদস্যদের কাজে লাগাতে হবে।
বর্তমানে চাঁদপুরে করোনা বা করোনা উপসর্গে অনেক মানুষ মারা যাচ্ছে। মৃত এসব রোগীদের দাফনের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, আনসার ভিডিপির মহাপরিচালকের নির্দেশ মোতাবেক দুর্যোগ মোকাবেলায় প্রত্যেক আনসার ভিডিপির সদস্যদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে আনসারদের জন্য প্রয়োজনীয় গাইড লাইন তৈরি করে, অসহায় মানুষদের পাশে দাড়ানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, করোনা মহামারী মোকাবেলায় সকলের ঐক্য বদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারের নির্দেশে মেনে চলতে হবে এবং করোনা রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। করোনা রোগীদের দুরে ঠেলে দিয়ে নয়, তাদের পাশে থেকে তাদের মনোবল বাড়াতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।