বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২, ২০:১৩

ব্যাংক কলোনির অলি গলি যেন আবর্জনার ভাগাড়

অনলাইন ডেস্ক
ব্যাংক কলোনির অলি গলি যেন আবর্জনার ভাগাড়

চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ব্যাংক কলোনি এলাকার অলি গলি যেন ময়লা আবর্জনার ভাগাড়। যেখানে সেখানে ময়লা আবর্জনা স্তূপ করে রাখাই যেন নিয়মে পরিণত হয়েছে। ওই এলাকায় পৌরসভা কর্তৃক নির্ধারিত ময়লা রাখার ব্যবস্থাও নেই। ময়লা আবর্জনার দূরগন্ধে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা হয়ে উঠেছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ব্যাংক কলোনি উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ মডার্ণ শিশু একাডেমীতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ব্যাংক কলোনি এলাকার অলি গলি, শাখা রাস্তায় ময়লা আবর্জনার স্তূপ, কিশোরগ্যাং ও চুরি সহ বিভিন্ন অপরাধের ভয়ঙ্কর তথ্য উঠে আসে। এ থেকে নিস্তার পেতে এলাকাবাসী চাঁদপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলরের সাথে বৈঠক করবেন বলে ব্যাংক কলোনির নেতৃবৃন্দ জানিয়েছেন। পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা শুধু পৌরসভার আর পরিচ্ছন্ন কর্মীর দায়িত্ব নয়, প্রত্যেক নাগরিকের এক্ষেত্রে দায়িত্ব রয়েছে। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার অভ্যাস করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখলে অনেক রোগ-বালাই থেকে মুক্ত থাকা সম্ভব। প্রতিবেশীর সুখ-দুঃখের খোঁজখবর নিতে হবে এবং বিপদে আপদে তাদের পাশে থাকতে হবে। নিজের সন্তান বা প্রতিবেশীর সন্তান কিশোরগ্যাং, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস এসবে জড়িয়ে পড়ছে কিনা সে বিষয়ে এলাকাবাসীর সকলকে সচেতন থাকার আহ্বান জানান হয় ওই বৈঠকে। বৈঠক শেষে বিভিন্ন অলি গলিতে নির্দিষ্ট জায়গায় বা পরিচ্ছন্ন কর্মীর গাড়িতে মায়লা ফেলতে এবং ভাড়াটিয়ার তথ্য নিশ্চিত করতে ও কিশোরগ্যাং অপরাধ প্রবণতা হ্রাস সচেতনতার লক্ষ্যে মাইকিং করেন। ব্যাংক কলোনি উন্নয়ন কমিটির সভাপতি মোঃ ইসমাইল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৬ এর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, ব্যাংক কলোনি জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ হুমায়ুন কবির প্রমুখ। বেঠকে উপস্থিত ছিলেন, ব্যাংক কলোনি মহল্লা উন্নয়ন কমিটির সহ-সভাপতি মোঃ তছলিম চৌধুরী, সেলিম জাহাঙ্গীর, মোঃ আবুল বাশার, মোঃ খলিলুর রহমান, মোঃ আবুল কাশেম, মোঃ মোতাহার হোসেন, মোঃ জসিম উদ্দিন বাকাউল, ফারুক আহমেদ, মোঃ আমিনুল ইসলাম, মোঃ তাবারক উল্লাহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়