প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ২৩:৪০
শাহরাস্তিতে তরকারি বাজারে শাক-সবজির সংকট
শাহরাস্তিতে কাঁচাবাজারে তরকারির সংকট দেখা গেছে। কয়েকজন ব্যাবসায়ী কাচা মাল সংগ্রহ করতে না পেরে খালি হাতে ফিরে আসেন। উপজেলার প্রধান কাঁচাবাজার বসে ঐতিহ্যবাহী ঠাকুর বাজারে। সপ্তাহে সোম ও শুক্রবার দুদিন বসে কাঁচাবাজার। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে ঠাকুর বাজার। শুক্রবার বাজারে গিয়ে দেখা যায় কাচা মালের তীব্র সংকট। এর কারণ জানতে চাইলে ব্যবসায়ীগন জানান, তারা মূলত কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে কাঁচা মাল সংগ্রহ করে থাকেন। কিন্তু এবার কাঁচামাল আনতে গিয়ে খালি হাতে ফিরে আসেন। কেউ কেউ অধিক দাম দিয়ে কিছু মাল সংগ্রহ করেন। কাঁচামাল না পাওয়ার কারণে অনেক ব্যবসায়ী কে বাজারে দেখা যায়নি। এমনটা কি কারনে হয়েছে জানতে চাইলে তারা জানান, গত কয়েকদিনের বৃষ্টির ফলে এমনটি হয়েছে। বাজারে কাঁচামালের দামের মধ্যে কোন সমন্বয় ছিল না। মে যার মতো করে দাম নিচ্ছেন। বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে ১০০ টাকায়, ছিম ১৬০ টাকায়, পটল ৫০, মূলার হালি ৩০, শষা ৬০, করলা ৬০, কাঁচামরিচ ৬০ টাকায়।