বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৮

চাঁদপুর চেম্বার ভবনের সামনে বিনামূল্যে প্রায় ৪০০ মানুষের ডায়াবেটিস রোগ নির্ণয়

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের হার কমিয়ে আনা সম্ভব: মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম

মিজানুর রহমান
সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের হার কমিয়ে আনা সম্ভব: মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম

চাঁদপুরে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডায়াবেটিক সেবা দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহড়ের পুরাণবাজার চাঁদপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনের সামনে বিনামূল্যে রোগ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ক্যাম্পেইনে প্রায় ৪০০ জন রোগীকে বিনামূল্যে ডায়াবেটিকস রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা দেয়া হয়। চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডাঃ ইশরাত জাহান এবং নার্স ও স্টাফরা এ সেবা প্রদান করেন। এদিন সকালে প্রধান অতিথি হিসেবে ডায়াবেটিক সেবা দিবস কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক ও চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম। এসময় তিনি বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সমিতি দিনটিকে ‘ডায়াবেটিস সেবা দিবস’ হিসেবে পালন করে থাকে। তাই আজকের দিনটিকে স্মরণ করে পুরাণবাজারে এবার এলাকাবাসীর জন্য বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয় ও চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন,ডায়াবেটিসে আক্রান্ত অর্ধেক মানুষ জানেনই না যে তাঁদের ডায়াবেটিস আছে।সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের হার কমিয়ে আনা সম্ভব। ইচ্ছা থাকলেই কেউ ডায়াবেটিক হাসপাতালে গিয়ে তাঁর সুগার মাপতে পারেন এবং বর্তমান অবস্থা জানতে পারবেন। তাই ডায়াবেটিস হওয়ার আশঙ্কা রয়েছে, এমন ব্যক্তিদের দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার।

উল্লেখ্য, ১৯৮৯ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ডাঃ মোহাম্মদ ইব্রাহিম মৃত্যুবরণ করেন। ডায়াবেটিব সমিতি দিনটিকে ‘ডায়াবেটিস সেবা দিবস’ হিসেবে পালন করে আসছে। এ উপলক্ষে বরাবরের মতো এবারও চাঁদপুর ডায়াবেটিক সমিতি বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদানের আয়োজন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়