বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:২১

পুরাণবাজার মধুসূদন মাঠে ৪৯তম গ্রীষ্মকালীন স্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
পুরাণবাজার মধুসূদন মাঠে ৪৯তম গ্রীষ্মকালীন স্কুল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁদপুরের বিভিন্ন ভেন্যুতে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা এখন অনুষ্ঠিত হচ্ছে। চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আওতায় ৭টি ভেন্যুতে ফুটবল,কাবাডি,দাবা,হ্যান্ডবল, সাঁতারসহ অন্যান্য খেলাগুলোর প্রতিযোগিতা হচ্ছে। ৪ সেপ্টেম্বর,২০২২ থেকে প্রতিযোগিতার এবারের আসর শুরু হয়। চাঁদপুর শহরের পুরাণবাজার মধুসূদন হরিসভা স্কুল মাঠ ভেন্যুতে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল বালক ট্রাইবেকারে ৫-৩ গোলে রঘুনাথপুর করিম খান উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও মধুসূদন উচ্চ বিদ্যালয় রানার আপ হয়।ফুটবল বালিকা হাফেজ মাহমুদা পৌর বালিকা হাইস্কুল ভেন্যু চ্যাম্পিয়ন হয়। কাবাডিতে ২০-১০ পয়েন্টে মধুসূদনকে হারিয়ে ডিএন উচ্চ বিদ্যালয় জয়ী হয়। দাবায় বালক-বালিকা ডিএন, রঘুনাথপুর ও পুরাণবাজার গালর্স হাইস্বুল জয়লাভ করে। হ্যান্ডবল বালিকা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়। মধুসূদন স্কুল ভেন্যুর ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক প্রধান শিক্ষক গনেশ চন্দ্র দাস এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অঞ্চল ভিত্তিক আমাদের এ ভেন্যুর ক্রীড়া প্রতিযোগিতা ৪ ও ৫ সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণের সুন্দরভাবে শেষ হয়েছে। ভেন্যু চ্যাম্পিয়ন স্কুল টিমগুলো নিয়ে পরবর্তী রাউন্ড চাঁদপুর আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ৪৯তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরাণবাজার মধুসূদন হরিসভা উচ্চ বিদ্যালয় মাঠে অঞ্চল ভিত্তিক প্রতিযোগিতার শুভ উদ্ভোধন করেন বিদ্যালয়ের মান্যবর সভাপতি ও চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও চাঁদপুর চেম্বারের সহ সভাপতি তমাল কুমার ঘোষ, ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন,নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, বহরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈমান হোসেন, রঘুনাথপুর হাজী এ করিম খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন, পুরাণ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন,মধুসূদন হাইস্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শিপন খানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকসহ অন্য অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়