বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৩

ফরিদগঞ্জে সেক্টর কমাণ্ডার লে: কর্ণেল (অব:) আবু ওসমান চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে সেক্টর কমাণ্ডার লে: কর্ণেল (অব:) আবু ওসমান চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সেক্টর কমাণ্ডার লে: কর্ণেল (অব:) আবু ওসমান চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে মরহুমের জন্মস্থান উপজেলার চান্দ্রায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়। পরে সেক্টর কমাণ্ডার লে: কর্ণেল(অব:) আবু ওসমান চৌধুরী স্মৃতি সংসদ ও পাঠাগারের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব মাক্ছুদুর রহমান পাটওয়ারী। সংগঠনের আহ্বায়ক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার সহিদ উল্যা তপদারের সভাপতিত্বে ও সদস্য সচিব আহসান হাবিব নেভীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের যুগ্মসচিব মোঃ হাবিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুনুর রশিদ সাগর, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান জিএস তছলিম। এছাড়া বক্তব্য রাখেন ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমাণ্ডার মহসীন পাঠান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাড. মোহাম্মদ আলী, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শেখ মো: শাহ আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাচ্চু মিয়া স্বর্ণকার ও সহসভাপতি আলাউদ্দিন বকাউল এবং চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকবুল আহমেদ। আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়