প্রকাশ : ৩০ আগস্ট ২০২২, ২২:৩৭
চাঁদপুরে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেলগাড়ী জাদুঘর
দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও সুদৃশ্য অপরূপ ইন্টেরিয়র ডিজাইন। অসামান্য কারুকাজ। শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় ছোট পরিসরে তৈরি করা হয়েছে ফুলবাগান। রয়েছে পাঠাগারও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে গড়া শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর দুই দিনের জন্য চাঁদপুর রেল স্টেশনে পৌঁছেছে। শিশু, কিশোর থেকে শুরু সব বয়সি লোকজন পরিদর্শন করে জানার সুযোগ পাচ্ছেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের অনেক অজানা ইতিহাস সম্পর্কে তারা জানাতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ের বিশেষ উদ্যোগে চট্টগ্রাম থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ষ্টেশন ঘুরে চাঁদপুর এসে পৌঁছেছে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেলগাড়ী জাদুঘর।
৩০ আগস্ট মঙ্গলবার দুপুরে সাগরিকা কমিউনিটার ট্রেনের সাথে ৩টি বিশেষ বগিবিশিষ্ট বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেলগাড়ী জাদুঘরটি সংযুক্ত হয়ে চাঁদপুর এসে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর রেলওয়ের ভারপ্রাপ্ত ষ্টেশন মাষ্টার সোয়াইবুল সিকদার।
তিনি বলেন, আগামী ১ সেপ্টেম্বর দুপুর আড়াইটা পর্যন্ত বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেলগাড়ী জাদুঘর নামের রেলগাড়ীটি চাঁদপুরে অবস্থান করবে। প্রদর্শনীর সময় সকাল ১০ টা হতে দুপুর ১ টা এবং বিকাল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত এটি উন্মুক্ত থাকবে। এখানে ৩টি বগি নিয়ে রেলগাড়ীটি তৈরি। যার মধ্যে ১টি বগিতে ইলেকট্রিক পাওয়ারকার (যার মাধ্যমে বিদ্যু এর কাজ হয়), অন্যটিতে এটি রক্ষনাবেক্ষণের স্টাফদের বিশ্রামাগার এবং ৩য় বগিতে জাদুঘর। ওই জাদুঘরে বঙ্গবন্ধুর জীবনি এবং মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্টারি রয়েছে।