সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১৬:০১

চাঁদপুরে দুই শতাধিক দুস্থ ও কর্মহীন পরিবার পেলো পুনাকের ত্রাণ সামগ্রী

এম রহমান
চাঁদপুরে দুই শতাধিক দুস্থ ও কর্মহীন পরিবার পেলো পুনাকের ত্রাণ সামগ্রী

করোনা পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)- চাঁদপুরের পক্ষ থেকে ত্রান সামগ্রী পেলো দুই শতাধিক অসহায় পরিবার। ২৮ জুলাই বুধবার সকালে চাঁদপুর সদর মডেল থানা প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে ২০০ অসহায় পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করেন পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী।

এ সময় তিনি বলেন, করোনাকালে সরকারি বিধি-নিষেধে পড়ে অনেক প্রান্তিক মানুষ অসহায় হয়ে পড়েছেন। এসব অসহায় ও দুস্থ মানুষের কথা বিবেচনা করে আমরা পুনাকের উদ্যোগে অসহায় মানুষের মাঝে চাল,আলু,তেল,ডাল ও লবণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) আসিফ মহীউদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, পুনাক চাঁদপুর জেলা শাখার সহ-সভানেত্রী পূজা দাশ, কোষাধ্যক্ষ ঈশান ইভা, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশীদ, ইন্সপেক্টর (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া, ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স) এনামুল হক চৌধুরী, ইন্সপেক্টর (অপারেশন) সোহেল রানা, পুলিশ লাইনসের কর্মকর্তা জলিল উদ্দিনসহ পুনাক সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়