প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১১:১৪
মতলবে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্যাকেজিং কার্যক্রম পৌর মেয়রের পরিদর্শন
মতলব পৌরসভায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রীর প্যাকেজিং কার্যক্রম ২৮ জুলাই বুধবার সকালে পরিদর্শন করছেন মতলব পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আওলাদ হোসেন লিটন। জানা যায়, পৌরসভার অটোরিক্সা চালক, রিক্সা চালক, ভ্যান ড্রাইভার, সিএনজি চালক, লেবার ও শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে : চাল, ডাল, পেয়াজ, তেল ও আলু। প্রধানমন্ত্রীর উপহারের প্যাকেজিং কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আল আমিন ক্রীড়া চক্রের সহ-সভাপতি লায়ন দেওয়ান সুরুজ, মতলব পৌরসভার সহকারী কর আদায়কারী মাহমুদুল হাসান জুয়েল প্রমুখ।
|আরো খবর
পৌর মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন বলেন, পৌরসভার ৭শত শ্রমিকদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। খাদ্য সামগ্রী যাতে সঠিক মাপ ও ভালোভাবে পৌছে সেজন্য তদারকি করছি। করোনা মহামারীতে সকলে মাস্ক ব্যবহার করুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।