প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ১৯:১৩
গরুর গুতোয় ২ মোটর সাইকেল ২ আরোহী জখম
রাস্তায় ছেড়ে দেয়া গরুর গুতোয় ২ মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় দু"জনেই হাসপাতালে ভর্তি রয়েছে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পশ্চিম বাজারের মকিমবাদ এলাকায়। আহতরা হলেন মোটরসাইকেল চালক মকিমাবাদ এলাকার মৃত বিনয় মজুমদারের ছেলে বাবুল মজুমদার (৪৫) ও তার জামাই মিশু (৩০)।
প্রত্যক্ষদর্শী রুবেল, শরিফ ও জয় জানান, মকিমাবাদ এলাকায় কিছু পরিবার বাস টার্মিনালের আশেপাশে গরু ছেড়ে দিয়ে পালন করে। এরই মধ্যে সড়কের পাশে ২/৩ টি ছেড়ে রাখা গরুর দলের সামনে এসে একটি বাস হর্ন দেয়। বাসের হরন শুনে গরুর দল দৌড় দিলে সড়কের উপরে থাকা দুই মোটর সাইকেল আরোহীকে সজোরে গুতো মারে। এতে করে মোটর সাইকেলে থাকা দুজনই সড়কের উপর ছিটকে পড়ে মারাত্বক জখম হয়।
আহত মিশু জানাান, দৌড়ে এসে দুইটি গরু আমাদের মোটরসাইকেল সামনে এসে ধাক্কা দিয়ে আমাদের ফেলে দেয়। তাৎক্ষনিক পেছনে থাকা আরেকটি একটি গরু আমাদের শরীরের উপর দিয়ে দৌড় দেয়।
স্থানীয়রা আরো জানান, মকিমাবাদ গ্রামের মুচি বাড়ি ও গাইন বাড়ির কিছু পরিবার এসব গরু এলাকায় ছেড়ে দিয়ে পালন করে। এই গরু গুলো দল বেঁধে কখনো সড়কের উপর কখনো সড়কের পাশে কিংবা বিভিন্ন জনকে হামলা করে থাকে। গরুগুলো মূলত রাস্তায় পড়ে থাকা ময়লা কিংবা ময়লা থেকে বেঁছে বেঁছে খাবার খেয়ে থাকে। অনেক সময় এই গরুর কারনে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উক্ত এলাকায় যানজটের সৃষ্টি হয় বলে স্থানীয়রা অভিযোগ করেন।