প্রকাশ : ১৩ আগস্ট ২০২২, ১৩:১১
হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মহন চৌধুরীর ইন্তেকাল
হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক মহন চৌধুরী (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন) । তিনি শুক্রবার দিবাগত রাত ৩ টা ৪৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোহন চৌধুরীর মৃত্যুর তথ্যটি তার পরিবার নিশ্চিত করেন। এ ছাড়াও বিএনপির একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারী জানান, অধ্যাপক মোজাম্মেল হক চৌধুরীর প্রথমা নামাজের জানাজা সকাল ১১টায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজে, দ্বিতীয় নামাজের জানাজা বেলা ১২টায় হাজীগঞ্জ বড় মসজিদে, তৃতীয় নামাজের জানাজা দুপুর ২টায় রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে ও চতুর্থ নামাজের জানাজা তার নিজ গ্রাম বাজনাখাল চৌধুরী বাড়িতে অনুষ্ঠিত হবে। সেখানেই তিনি চিরনিদ্রায় শায়িত হবেন।
অধ্যাপক মোজাম্মেল হক মহন চৌধুরী কর্মজীবনের হাজীগঞ্জ ডিগ্রি কলেজে অধ্যাপনা করেন। কর্মজীবন থেকে অবসরের পর তিনি পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করেন। সর্বশেষ তিনি উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে শোক জানাতে দেখা যায়। মৃত্যুকালে তিনি দুই ছেলে,এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। অধ্যাপক মোজাম্মেল হক মহন চৌধুরীর বড় ছেলে রায়হান ছিদ্দিকী বলেন, আমি আমার আব্বার পক্ষ থেকে উনার যাবতীয় ভুল ত্রুটির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন