প্রকাশ : ০৪ আগস্ট ২০২২, ২৩:১১
চাঁদপুর মেঘনায় যাত্রী নিয়ে চরে আটকা সুন্দরবন ১১, সুরভী লঞ্চে উদ্ধার
ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এমভি সুন্দরবন-১১ লঞ্চটি চাঁদপুর মোহনপুরের বিপরীত মেঘনার চরে আটকে ছিলো। তবে
সুরভী-৭ লঞ্চের সহায়তায় যাত্রীদের বরিশালে পৌঁছ দেয়া হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লঞ্চের মাস্টার আলম সরদার।
তিনি জানান, ৪০০-৫০০ যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয় সুন্দরবন-১১ লঞ্চটি। রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুরের পশ্চিম মোহনপুর সংলগ্ন নদীতে পৌঁছালে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। পরে চরের দিকে নিলে লঞ্চটি আটকে পড়ে।
লঞ্চের মাস্টার আরো বলেন, নিকটবর্তী লঞ্চ এমভি সুরভী-৭ এ যাত্রীদের তুলে দেওয়া হয়েছে। আমরা এখনো চরে আটকে আছি। মূলত ভাটার কারণে চরে পানি কম। জোয়ার এলে লঞ্চ নামানো সম্ভব হবে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আটকা পড়া সুন্দরবন ১১ লঞ্চটি চরে থেকে নামনো যায়নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এমভি সুরভী-৭ লঞ্চের যাত্রী ওমর ফারুক বলেন, ঠিক কী কারণে সুন্দরবন লঞ্চটি চরে থামিয়ে রাখা হয়েছে জানি না। লঞ্চটি কিছুটা কাত হয়ে রয়েছে। পরে সুন্দরবন লঞ্চের প্রায় হাজার খানেক যাত্রী সুরভী-৭ লঞ্চে উঠে বরিশালে আসে।
মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন,খবর পেয়ে সুন্দরবন-১১ লঞ্চটি পুলিশ টহলে রাখা হয়। এখন পর্যন্ত লঞ্চটি চরে আটকা অবস্থায় রয়েছে। লঞ্চ কতৃপক্ষ ও আমরা চেষ্টা করেছি লঞ্চটি উদ্ধার করার জন্য ।