প্রকাশ : ২৬ জুলাই ২০২২, ২০:০৫
লঞ্চঘাট পরিদর্শনে রেলের জিএম ও বিআইডব্লিউটিএ'র চিফ ইঞ্জিনিয়ার
চাঁদপুর আধুনিক নৌ-টার্মিনাল নির্মাণের কাজ চলতি বছরের শেষ দিকে শুরু হচ্ছে। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ৬৫ থেকে ৭০ কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হবে।
|আরো খবর
এ প্রকল্পের রাস্তা প্রশস্তকরণ বিষয়টি দেখার জন্য লঞ্চঘাট এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের মহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন ও বিআইডব্লিউটিএ'র অতিরিক্ত প্রধান প্রকৌশলী এএইচএম ফরহাদউজ্জামান।
২৬ জুলাই বেলা সাড়ে বারোটার সময় তারা লঞ্চঘাট ও মাদরাসা সড়ক পরির্দশন করেন। যেহেতু লঞ্চঘাটের রাস্তা রেলওয়ের জায়গায় পরেছে।সেই রাস্তা হস্তান্তর বিষয়ে তাদের এ সফর বলে জানা যায়।
ইতিমধ্যে চাঁদপুর আধুনিক নৌ-টার্মিনাল নির্মাণ প্রকল্পের টেন্ডার কার্যক্রম সম্পন্ন হয়েছে। নভেম্বর-ডিসেম্বর মাসের মধ্যে ডিজাইন অনুযায়ী কাজ শুরু হবে।