মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ২০:৫২

হাজীগঞ্জে নতুন ভোটার হওয়ার নিবন্ধনসহ ছবি তোলার সময়সূচী

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে নতুন ভোটার হওয়ার নিবন্ধনসহ ছবি তোলার সময়সূচী

হাজীগঞ্জ উপজেলায় নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে ব্যাপক সাড়া ফেলেছে। নতুন ভোটার হওয়ার লক্ষ্যে আজ মঙ্গলবার (২৬ জুলাই) শেষ হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, সুপারভাইজার কর্তৃক যাচাই কার্যক্রম ও ফরম পূরণ। যারা এখনো ফরম পূরণ। আসছে  ৩০ জুলাই থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নিবন্ধন কার্যক্রম চলছে। যারা ফরম পূরণ করেছেন, তারা পৌরসভা ও ইউনিয়নের স্ব-স্ব স্থানে গিয়ে ছবি তুলুন ও ফিঙ্গার দিন। নিবন্ধন কার্যক্রমের জন্য গত ১১ জুন উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নিবন্ধন পরিকল্পনা প্রকাশ করা হয়েছে।

এ দিকে ইতিমধ্যে যারা  নতুন ভোটার হওয়ার লক্ষে ফরম পূরণ করেছেন, তাদেরকে নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান। 

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত রোববার থেকে গতকাল সোমবার  পর্যন্ত প্রায় ২০ হাজার ফরম পূরণ হয়েছে। নিবন্ধন পরিকল্পনা অনুযায়ী আগামি ৩০ জুলাই থেকে ৪ সেপ্টেম্বর ‘হাজীগঞ্জ পৌরসভা’ এলাকার নিবন্ধন হবে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। এর মধ্যে ৩০ জুলাই (শনিবার) ১ ও ২নং ওয়ার্ডের নিবন্ধন, ৩১ জুলাই (রোববার) ৩ ও ৪নং ওয়ার্ডের নিবন্ধন, ১ আগস্ট (সোমবার) ৫ ও ৬নং ওয়ার্ডের নিবন্ধন। ২ আগস্ট (মঙ্গলবার) ৭ ও ৮নং ওয়ার্ডের নিবন্ধন, ৩ আগস্ট (বুধবার) ৯নং ওয়ার্ডের নিবন্ধন এবং ৪ আগস্ট (বৃহস্পতিবার) ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে।

অপরদিকে 

আগামি ৫ ও ৬ আগস্ট ‘গন্ধর্ব্যপুর দক্ষিণ’ ইউনিয়নের নিবন্ধন হবে দেশগাঁও জয়নাল আবেদনি উচ্চ বিদ্যালয়ে। এর মধ্যে ৫ আগস্ট (শুক্রবার) ১, ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের নিবন্ধন এবং ৬ আগস্ট (শনিবার) ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে।

আগামি ৭ ও ৮ আগস্ট ‘গন্ধর্ব্যপুর উত্তর’ ইউনিয়নের নিবন্ধন হবে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। এর মধ্যে ৭ আগস্ট (রোববার) ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ডের নিবন্ধন এবং ৮ আগস্ট (সোমবার) ৫, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে।

আগামি ১০, ১১ ও ১২ আগস্ট ‘বড়কুল পূর্ব’ ইউনিয়নের নিবন্ধন হবে রায়চোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এর মধ্যে ১০ আগস্ট (বুধবার) ১ ও ২নং ওয়ার্ডের নিবন্ধন, ১১ আগস্ট (বৃহস্পতিবার) ৩, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের নিবন্ধন এবং ১২ আগস্ট (শুক্রবার) ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে।

আগামি ১৩ ও ১৪ আগস্ট ‘বড়কুল পশ্চিম’ ইউনিয়নের নিবন্ধন হবে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এর মধ্যে ১৩ আগস্ট (শনিবার) ১, ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের নিবন্ধন এবং ১৪ আগস্ট (রোববার) ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে।

আগামি ১৬ ও ১৭ আগস্ট ‘হাটিলা পূর্ব’ ইউনিয়নের নিবন্ধন হবে হাড়িয়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এর মধ্যে ১৬ আগস্ট (মঙ্গলবার) ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ডের নিবন্ধন এবং ১৭ আগস্ট (বুধবার) ৫, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে।

আগামি ১৮ ও ১৯ আগস্ট ‘হাটিলা পশ্চিম’ ইউনিয়নের নিবন্ধন হবে হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। এর মধ্যে ১৮ আগস্ট (বৃহস্পতিবার) ১, ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের নিবন্ধন এবং ১৯ আগস্ট (শুক্রবার) ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে।

আগামি ২০, ২১, ২২ ও ২৩ আগস্ট ‘হাজীগঞ্জ সদর’ ইউনিয়নের নিবন্ধন হবে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে। এর মধ্যে ২০ আগস্ট (শনিবার) ১, ২ ও ৩নং ওয়ার্ডের (খাকবাড়িয়া ও সাহাপুর) নিবন্ধন, ২১ আগস্ট (রোববার) ৩নং (সুহিলপুর) ও ৪নং ওয়ার্ডের নিবর্ন্ধন, ২২ আগস্ট (সোমবার) ৫, ৬ ও ৭নং ওয়ার্ডের নিবন্ধন এবং ২৩ আগস্ট (মঙ্গলবার) ৮ ও ৯নং ওয়ার্ডের কার্যক্রম সম্পন্ন করা হবে।

আগামি ২৪ ও ২৫ আগস্ট ‘রাজারগাঁও’ ইউনিয়নের নিবন্ধন হবে রাজারগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। এর মধ্যে ২৪ আগস্ট (বুধবার) ৫, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নিবন্ধন এবং ২৫ আগস্ট (বৃহস্পতিবার) ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ডের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে।

আগামি ২৬ আগস্ট (শুক্রবার) ‘দ্বাদশগ্রাম’ ইউনিয়নের ১, ২ ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নিবন্ধন হবে নাসিরকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই ইউনিয়নে এক দিনেই সকল ওয়ার্ডের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে।

আগামি ২৭ ও ২৮ আগস্ট ‘কালচোঁ উত্তর’ ইউনিয়নের নিবন্ধন হবে কালচোঁ উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। এর মধ্যে ২৭ আগস্ট (শনিবার) ১, ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের নিবন্ধন এবং ২৮ আগস্ট (রোববার) ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে।

আগামি ২৯, ৩০ ও ৩১ আগস্ট ‘কালচোঁ দক্ষিণ’ ইউনিয়নের নিবন্ধন হবে রামপুর উচ্চ বিদ্যালয়ে। এর মধ্যে ২৯ আগস্ট (সোমবার) ১, ২ ও ৩নং ওয়ার্ডের নিবন্ধন, ৩০ আগস্ট (মঙ্গলবার) ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের নিবন্ধন এবং ৩১ আগস্ট (বুধবার) ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে।

আগামি ১, ২ ও ৩ সেপ্টেম্বর ‘বাকিলা’ ইউনিয়নের নিবন্ধন হবে বাকিলা উচ্চ বিদ্যালয়ে। এর মধ্যে ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের নিবন্ধন, ২ সেপ্টেম্বর (শুক্রবার) ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের নিবন্ধন এবং ৩ সেপ্টেম্বর (শনিবার) ১, ২ ও ৩নং ওয়ার্ডের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে।

এছাড়াও ‘রিজার্ভ ডে’ বাদ পড়া ভোটারদের আগামি ৪ সেপ্টেম্বর (রোববার) হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়