বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১০:৫৩

আসুন, করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হই-১৪

হাছান খান মিসু
আসুন, করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হই-১৪

স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাধ্যমে গ্রামে সচেতনতা বৃদ্ধি করতে হবে : মোঃ রুবেল খান, ড্যাফোডিল ফ্যামিলি চাঁদপুর এর কো-অর্ডিনেটর

করোনায় সারাদেশে মৃত্যুর মিছিল চলছে। প্রতিদিন হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে। এক ভয়াবহ বিপর্যয়ে দেশ। চাঁদপুরে করোনা সংক্রমণ সারাদেশের গড়ের চেয়েও বেশি। এমতাবস্থায় আপনার ব্যক্তিগত/প্রতিষ্ঠান/সংগঠনের পক্ষ থেকে আপনি করোনা মোকাবেলায় বিশেষ করে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মানার জন্যে সচেতনতা সৃষ্টিতে স্বেচ্ছায় ছোট-বড় কী কাজ করতে চান কিংবা কী বলতে চান?'

চাঁদপুর কণ্ঠের এমন প্রশ্নে মতামত প্রকাশ করেন ড্যাফোডিল ফ্যামিলি চাঁদপুর এর কো-অর্ডিনেটর মোঃ রুবেল খান। যিনি এক সময় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং নিজ এলাকা বর্তমান পৌর ১৪নং ওয়ার্ডের উন্নয়নে অনেক অবদান রেখেছেন। বর্তমানেও এই করোনাকালীন সময়েও সহযোগীতা করে আসছেন নিজের সাধ্যমত।

তিনি জানান বর্তমান সময়ে করোনার প্রকোপ শহরের তুলনায় গ্রামে বেশি। গ্রামের সাধারণ মানুষের গোড়ামী উদাসীনতাই এর অন্যতম কারন। এছাড়াও মাস্ক না পড়া ও স্বাস্থ্যবিধী না মেনে যত্রতত্র চলা ফেরার ফলেও শহরের চেয়ে করোনার সংক্রমন বৃদ্ধি পাচ্ছে বলে তিনি মনে করেন। সংক্রমনের হার হ্রাসকরনের লক্ষ্যে তিনি বলেন, প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক দল বৃদ্ধি করে বিভিন্ন কাজে ব্যবহার করা। যেমন হাট-বাজার ও জনসমাগমের স্থানে তাদের ব্যবহার করা যেতে পার, অমান্যকারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা ও শাস্তির ব্যবস্থাগ্রহণ করা যেতে পারে, সচেতনামূলক প্রচার বৃদ্ধি করা, প্রত্যেকটা বাজারের প্রবেশদ্বারে সেচ্ছাসেবি সংগঠনের মাধ্যমে মাক্স পরিধান নিশ্চিতকল্পে বাজারে প্রবেশ করতে দেয়া, কীটনাশক জাতীয় দ্রব্য স্বেচ্ছাসেবীদের মাধ্যমে স্প্রে করার ব্যবস্থা করা যেতে পারে, বিভিন্ন এলাকার সংগঠনগুলোকে প্রচারের কাজে এবং সচেতনামূলক কাজে ব্যবহার করা যেতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়