বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১২:৪৫

আসুন, করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হই-১৫

হাছান খান মিসু
আসুন, করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হই-১৫

করোনায় যারা মারা যাচ্ছে তারা আমাদের পরিবারেরই ১জন ভেবে সচেতন হওয়া জরুরি : মোঃ আবু হানিফ

করোনায় সারাদেশে মৃত্যুর মিছিল চলছে। প্রতিদিন হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে। এক ভয়াবহ বিপর্যয়ে দেশ। চাঁদপুরে করোনা সংক্রমণ সারাদেশের গড়ের চেয়েও বেশি। এমতাবস্থায় আপনার ব্যক্তিগত/প্রতিষ্ঠান/সংগঠনের পক্ষ থেকে আপনি করোনা মোকাবেলায় বিশেষ করে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মানার জন্যে সচেতনতা সৃষ্টিতে স্বেচ্ছায় ছোট-বড় কী কাজ করতে চান কিংবা কী বলতে চান?'

চাঁদপুর কণ্ঠের এমন প্রশ্নে মতামত প্রকাশ করেন স্বাধীনতার সোনালী সুদিন সংগঠনের সভাপতির সাথে। তিনি দৈনিক চাঁদপুর কন্ঠকে ধন্যবাদ জানান. এই করোনাকালীন সময়ে মহামারী করোনা থেকে নিজকে ও দেশকে রক্ষা করতে সর্বস্তরের মানুষের মত প্রকাশের আয়োজনকে সাধুবাদ জানান। তিনি বলেন, চাঁদপুর জেলা করোনার ঊর্ধ্বমুখী হওয়ায় মানুষ যতটুকু সচেতন হওয়ার কথা তা প্রায় ৭৫ ভাগ মানুষ মানছেন না। সাধারণ মানুষ সব ভাগ্যের উপর ছেড়ে দিয়ে চলাফেরা করছেন। অনেক করোনা ভাইরাস বহনকারী ব্যক্তিও জানে না যে, তিনি অন্য সুস্থ মানুষকে সংক্রমিত করছেন। এই মহামারীতে প্রতিটা পরিবারের একজন লোক মারা না গেলে ঐ ৭৫ ভাগ মানুষ কিছুই বুঝতে পারছে না, এর ভয়াবহতা কি? তাই আমি মনে করি, সকলের বুঝা উচিৎ যারা মারা যাচ্ছে, তারা আমাদের পরিবারেরই একজন শুভাকাঙ্ক্ষী। এটা ভেবে আমাদের সাবধান হলে সংক্রমনের হার কমানো যাবে।

এই করোনাকালীন সময়ে তার সংগঠনের কার্যক্রম নিয়ে তিনি জানান আমরা করোনাকালীন সময়ের প্রথম দিকে সংগঠনের সদস্য ও দাতা সদস্যদের কাছ থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করে অসহায় ও করোনার কারনে বেকার হয়ে যাওয়া সাধারন মানুষদের খাদ্য সহায়তা প্রদান করি। আমরা সচেতনতামুলক প্রচারনার মধ্যে জনসমাগমে মানুষকে করোনা সংক্রমনের কুফল, মাস্ক বিতরণ, হাতে হ্যান্ড সেনিটাইজার ছিটানো, তিনফুট দূরত্ব বজায় রেখে কথা বলা, হাঁচি কাশি দেওয়ার সময় হাতের কনুই ব্যবহার, নির্দিষ্ট স্থানে পুরানো মাস্ক ফেলা, কিছুক্ষণ পরপর সাবান পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড হাত নিয়মানুযায়ী ধৌতকরণ, বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়া, বের হলে নিয়মমত মাস্ক ব্যবহার করা, কাপড়ের মাস্ক ভাল করে ধুয়ে রোদে শুকানো, সামাজিক দূরত্ব বজায় রাখা সহ নানাহ সংক্রমন রোধক প্রচারনা করি। তিনি বলেন এছাড়াও আমরা এরকম প্রচার অভিযান চালিয়ে যাব এবং সোনালী সুদিনের মনোগ্রাম যুক্ত দীর্ঘ মেয়াদী মাস্ক বিতরণ করবো ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়