প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১০:৪৬
আসুন, করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হই-১৩
করোনাকালীন সময়ের প্রথম দিক থেকেই ছাত্রলীগ সাধারণ মানুষের সাথে রয়েছে : মোঃ ইকবাল হোসেন মৃধা
|আরো খবর
মহামারী করোনা কালীন সময়ে দৈনিক চাঁদপুর কণ্ঠের আয়োজনে সর্বস্তরের জনসাধারণের মতামত প্রকাশের আলোকে কথা হয় চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক এবং প্রান্তিক সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন মৃধার সাথে।
করোনায় সারাদেশে মৃত্যুর মিছিল চলছে। প্রতিদিন হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে। এক ভয়াবহ বিপর্যয়ে দেশ। চাঁদপুরে করোনা সংক্রমণ সারাদেশের গড়ের চেয়েও বেশি। এমতাবস্থায় আপনার ব্যক্তিগত/প্রতিষ্ঠান/সংগঠনের পক্ষ থেকে আপনি করোনা মোকাবেলায় বিশেষ করে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মানার জন্যে সচেতনতা সৃষ্টিতে স্বেচ্ছায় ছোট-বড় কী কাজ করতে চান কিংবা কী বলতে চান? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দৈনিক চাঁদপুর কণ্ঠ চাঁদপুরের প্রাচীনতম একটি দৈনিক ও সর্ব বহুল প্রচারিত পত্রিকা। এই পত্রিকাটির সম্পাদক বরাবরই স্বচ্ছ ও সময়পযোগী সংবাদ প্রকাশ করে থাকেন। দেশের ক্রান্তিলগ্নে দেশের ক্রান্তিলগ্নে ও চাঁদপুর কন্ঠ চাঁদপুরের সর্বস্তরের মানুষের কাছে চাঁদপুরে সকল সংবাদ প্রকাশের মাধ্যমে এর ঐতিহ্য ধরে রেখেছে। বর্তমান বর্তমান মহামারী করোনাকালীন সময় চাঁদপুর কন্ঠ এমন ভিন্নধর্মী আয়োজন এর সম্পাদক মন্ডলী সহ সকলকে সাধুবাদ ও ধন্যবাদ জানাই।
প্রশ্নের জবাবে তিনি বলেন, সুন্দর ও সময়োপযোগী প্রশ্ন করার জন্য ধন্যবাদ দৈনিক চাঁদপুর কন্ঠকে। বর্তমানে সাড়া বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা মহামারীর ২য় ঢেউ চলছে, চক্রবৃদ্ধিহারে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে, তেমনই বাড়ছে মৃত্যুর হার। বর্তামনে দেশের এই অবস্থার তুলনায় আমাদের চাঁদপুর এ সংক্রামনের হার অনেক বেশি ! যা আমাদের জন্য খুবই উদ্বেগজনক ! আমরা ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও চাঁদপুর এর অহংকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আপার নির্দেশনায় মহামারীর শুরু থেকে ই মাস্ক ব্যাবহারে জনসচেতনতা বৃদ্ধি, সাধারণ মানুষ কে স্বাস্থ্যবিধি মানতে সচেতনতা মূলক লিফলেট বিতরন করি, কৃষকের ধান কেটে দেওয়া, অসচ্ছল এবং অসহায় মানুষ কে খাদ্য দ্রব্য পৌঁছে দেওয়া, করোনায় মৃত ব্যাক্তিদের দাফন-সহ অন্যান্য কাজগুলো আমরা মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগ জীবনের ঝুকি নিয়ে সফল করি।
বর্তমান পরিস্থিতিতে আমাদের নেত্রী, বাংলাদেশ আওয়ামীলীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আপার নির্দেশনায় আমরা মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সকল নেত্রীবৃন্দ স্বেচ্ছায় জনগনকে সচেতন করছি, আমারা চাই প্রতিটি সাধারন মানুষকে সঠিকভাবে মাস্ক পরার জন্য সচেতন করতে, গ্রামের মানুষ স্বাস্থবিধি মানতে চায় না বা বুঝে না, তাদেরকে সাস্থ্যবিধি মানতে প্রচার ও প্রচারনার মাধ্যমে সচেতন করা, আমরা মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের প্রতিটি নেত্রীবৃন্দ সেচ্ছায় এই করোনায় জনসচেতনতা মূলক কাজ করতে সর্বদা প্রস্তুত রয়েছি,আমরা সবসময় ডাঃ দীপু মনি আপার নির্দেশনা বাস্তবায়ন করতে বদ্ধ পরিকর- সবাই মাস্ক ব্যাবহার করুন, ঘরে থাকুন,নিরাপদ থাকুন।