মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২১ জুলাই ২০২২, ১১:৪৭

শাহারাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের আজ প্রথম মৃত্যুবার্ষিকী

শাহরাস্তি ব্যুরো
শাহারাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের আজ প্রথম মৃত্যুবার্ষিকী

শাহারাস্তি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, সফল ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন মিয়াজীর আজ প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২১ সালের ২১ জুলাই পবিত্র ঈদুল আজহার রজনীতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাহরাস্তি উপজেলার জন মানুষের নেতা হিসেবে পরিচিত দেলোয়ার হোসেন মিয়াজী রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের গুনে মানুষের মন জয় করে নিয়েছিলেন। সেই সুবাদে বর্তমান সরকারের আমলে তিনি দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী ছাত্র জীবন থেকেই বিএনপির রাজনীতিতে সক্রিয় ভাবে অংশ নেন। দলের প্রয়োজনে ১৯৯৭ সালে তিনি উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। দির্ঘ ১৮ বছর তিনি এ পদে বহাল ছিলেন। শাহরাস্তি উপজেলায় আধুনিক রাজনীতির রুপকার ছিলেন তিনি। দলমতের ঊর্ধ্বে উঠে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে সর্বস্তরে গ্রহনযোগ্যতা অর্জন করেন তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকলের পাশে থেকে কাজ করে গেছেন তিনি। সেই সুবাদে শাহরাস্তি উপজেলার জনগণ তাকে দুদুবার তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন। এছাড়াও তিনি শাহরাস্তি উপজেলা সিকেডিএফের উপদেষ্টা হিসেবে কাজ করে গেছেন। গত বছরের ২১ জুলাই সন্ধ্যায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মরহুম দেলোয়ার হোসেন মিয়াজীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে সকলকে নিকট দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়