প্রকাশ : ১৮ জুলাই ২০২২, ১৮:২৬
ফরিদগঞ্জে নোয়াপাড়া নেছারিয়া দাখিল মাদ্রাসার ঈদ পূর্নমিলনী
ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী নোয়াপাড়া নেছারিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই (রবিবার) মাদ্রাসার মাঠে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জনাব মোহাম্মদ মামুন রশিদ এর সভাপতিত্বে এবং মাদ্রাসার সহ-সুপার মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় পূর্নমিলনী অনুষ্ঠান হয়। মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্র মেজবাহ হোসেনের পবিত্র কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে পূর্নমিলনী অনুষ্ঠান আরম্ভ হয়।পরে মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন তেলোয়াত,হামদ-নাত ও ইসলামী সংঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রাব্বি এন্টারপ্রাইজের এম.ডি এবং অত্র মাদ্রাসার দাতা সদস্য সমাজসেবক জনাব মাসুদ মিজি মামুন।
প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার শিক্ষার্থীদের লক্ষ্য করে তিনি বলেন,আপনারা আগামী দিনের ভবিষ্যৎ,একটা সময় আপনারা আমাদের দেশ এবং সমাজকে পরিচালনা করবেন।তাই আপনাদের বলব সকল ধরনের অপরাধমূলক কাজ থেকে বিরত থেকে,সু-শিক্ষায় শিক্ষিত হয়ে এই সমাজকে আলোকিত করবেন এবং দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।তিনি আরো বলেন,আমি অত্র মাদ্রাসার একজন দাতা সদস্য হিসেবে সর্বসময় আপনাদের পাশে থাকব এবং গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন,মাওলানা খায়ের সাহেব,মাদ্রাসার প্রাক্তন ছাত্র মাওলানা বশির উল্ল্যাহ,প্রধান অতিথির সফরসঙ্গী কামাল পাটোয়ারী,খলিলুর রহমান বেপারী সহ অন্যান্যরা।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রফিক পাটোয়ারী,আমিন পাটোয়ারী,আমির শেখ,হানিফ মিজি সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ