প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ২২:২৭
চাঁদপুরে বিধিনিষেধ অমান্য করায় আরো ১৪০ জনকে জরিমানা
করোনা সংক্রমণ রোধে কঠোরতম বিধিনিষেধের তৃতীয় দিন ২৫ জুলাই রোববার সকাল থেকেই চাঁদপুর শহরের রাস্তায় রিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচল করেছে। একই সাথে ‘জরুরি’ প্রয়োজনে ঘরের বাইরে আসা লোকজনের সংখ্যাও গত দুই দিনের তুলনায় বেশি লক্ষ্য করা গেছে।
|আরো খবর
সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিন রোববার লকডাউন বাস্তবায়নে তৎপর ছিল প্রশাসন পুলিশ সেনাবাহিনী বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী। এদিন জেলা ও উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ১৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে এ সময় ১৪০ জনকে ৮৮হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, চাঁদপুর জেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সকাল হতে জেলা শহরসহ উপজেলা সদরগুলোর গুরুত্বপূর্ণ মোড় ও এলাকায় বসানো চেকপোস্টে কর্মতৎপরতার সহিত দায়িত্ব পালন করছে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যরা।
অপরদিকে, মানুষকে সচেতন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জেলা প্রশাসনের স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ ও চাঁদপুর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একটি টিম শহরের বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ ও প্রচারণা চালিয়েছে।