প্রকাশ : ১৪ জুলাই ২০২২, ১৭:০৪
হাজীগঞ্জে ৩ বালু মহালকে জরিমানা
হাজীগঞ্জে ডাকাতিয়া নদীর তীর ঘেঁষে গড়ে উঠা ৩ বালু মহালকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ তিন বালু মহালকে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম।
জরিমানাকৃত ৩ প্রতিষ্ঠানকে ডাকাতিয়া নদীর উপর নির্মিত ব্রীজের কাছ থেকে তাদের বালু মহার সড়িয়ে ফেলারও নির্দেশ দেওয়া হয়। হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ডাকাতিয়া নদীর উপর ব্রীজের সুরক্ষার জন্য বালু মহালকে জরিমানা করা হয় বলে জানা যায়। জরিমানা আদায় করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে আকতার ট্রেডার্স, তাহের ট্রেডার্স ও এমদাদ মজুমদার ট্রেডার্স।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র জাহেদুল আজহার আলম বেপারী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান মুন্সী, কাউন্সিলর সাদেকুজ্জামান সাদেক, উপজেলা প্রকৌশলী কার্যালয়ে উপ-পরিচালক রমিজ উদ্দিনসহ বালু মহালের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।