মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৪ জুলাই ২০২২, ২২:০৮

১১৫ জনের মাঝে প্রশাসনের চিকিৎসা সহয়তা অনুদানের চেক বিতরণ

অনলাইন ডেস্ক
১১৫ জনের মাঝে প্রশাসনের চিকিৎসা সহয়তা অনুদানের চেক বিতরণ

সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতরের ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের আর্থিক সহায়তা কর্মসূচীর আওতায় চাঁদপুরে ১১৫ জনকে জন প্রতি ৫০ হাজার টাকা হারে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে চিকিৎসা সহায়তা বাবদ সর্বমোট ৫৭ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ বকরা হয়েছে।

এ উপলক্ষে ০৪ জুলাই ২০২২ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা সমাজসেবা কার্যালয়, চাঁদপুর যৌথভাবে এক অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষের সুস্থতা সবচেয়ে বড় নেয়ামত তা অসুস্থ না হলে বুঝা যায় না। তিনি রোগীদের সঠিকভাবে জেনে সঠিক জায়গায় চিকিৎসা নেয়ার জন্য বলেন। তিনি রোগীদের ব্যয়বহুল বেসরকারি হাসপাতালে না গিয়ে সরকারি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। তিনি করোনা প্রতিরোধে সকলকে মাস্ক পরার আহবান জানান। মাননীয় প্রধানমন্ত্রীর জন্যে সকলে দোয়া করবো, যেন তাঁর নেতৃত্বে এদেশ এগিয়ে যায়। জেলা প্রশাসক সকল রোগীর দ্রুত আরোগ্য কামনা করেন।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাখাওয়াত হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেসকাতুল ইসলাম, এআরএম জাহিদ হাসান, সরকারি শিশু পরিবার, চাঁদপুর এর তত্ত্বাবধায়ক মোঃ মনিরুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক ২০ জন রোগী এবং সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কর্মকর্তার হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অনুদানের চেক হস্তান্তর করেন। নির্বাচিতগণের মধ্যে ৮২ জন ক্যান্সার, ১৩ জন কিডনী, ০৫ জন লিভার সিরোসিস, ১০ জন জন্মগত হৃদরোগ ও ০৫ জন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী। এঁদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৪ জন, কচুয়ায় ১৯ জন, শাহরাস্তিতে ২১ জন, হাজীগঞ্জে ২৫ জন, মতলব দক্ষিণে ১৬ জন, মতলব উত্তরে ০৬ জন, হাইমচরে ০২ জন এবং ফরিদগঞ্জ উপজেলার ১২ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়