প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ১৮:২৭
সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন জেলা প্রশাসক
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন করোনা আক্রান্ত
চাঁদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ দাউদ হোসেন চৌধুরী করোনা আক্রান্ত হয়ে নোয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে ফুসফুস প্রায় ৬০% ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় ,অক্সিজেন লেবেল দ্রুত কমে যাচ্ছে। ফলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।
|আরো খবর
এদিকে চাঁদপুরের জেলা প্রশাসক অন্জনা খান মজলিস ২৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসকের ফেসবুক পেইজে সহকর্মী ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ দাউদ হোসেনের আশু সুস্থতা কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন। পাশাপাশি মহান আল্লাহর নিকট তাঁর সুস্থতা কামনা করেও দোয়া চান ।