প্রকাশ : ০১ জুলাই ২০২২, ১৫:৪০
রোটারী ক্লাব অব মতলবের ইয়ার লঞ্চিং পালিত
আন্তজার্তিক সেবা মূলক সংগঠন রোটারী ক্লাব অব মতলবের ইয়ার লঞ্চিং পালিত হয়েছে। আজ ১ জুলাই স্থানীয় কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
সভায় রোটারী ক্লাব অব মতলবের প্রেসিডেন্ট রোটা. রেদওয়ান আহমেদ জাকিরের সভাপতিত্বে ও সেক্রেটারী রোটা. মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটা. ডা. একে এম মাহাবুবুর রহমান। বক্তব্য রাখেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও রয়মনেন নেছা, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রোটা. আফরোজা খাতুন, পাস্ট প্রেসিডেন্ট, ক্লাবের চার্টার সেক্রেটারী ও মতলব উপজেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি রোটা. মোহাম্মদ মোফাজ্জল হোসেন, ক্লাবের কমিউনিটি সার্ভিস ডিরেক্টর রোটা. মোঃ কামাল হোসেন, বুলেটিন এডিটর রোটা. সজল কুমার ঘোষ প্রমুখ। এছাড়াও সভায় রোটার্যাক্ট ক্লাবের প্রেসিডেন্ট রোটার্যাক্ট মোঃ ইমন সরকার, ভাইস প্রেসিডেন্ট তানভীর আহমেদসহ অন্যান্যরা।
ক্লাবের এ সভায় ২০২২-২৩ অর্থ বছরে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করা, ক্লাবের সদস্য বৃদ্ধি, ক্লাবকে গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। ক্লাবের চার্টার প্রেসিডেন্ট ডা. একে এম মাহাবুবুর রহমান বলেন, এ ক্লাবটি দীর্ঘ ৮ বছরে পদার্পন করেছে। এজন্য তিনি সকল সদস্যকে অভিবাদন জানান। অন্যান্য বছরের তুলনায় এ বছরে রোটারী ক্লাব অব মতলব সামাজিক কর্মকান্ডসহ সকল কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার বিষয়ে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট অধ্যক্ষ রোটা. আফরোজা খাতুন ও চার্টার রোটা. মোহাম্মদ মোফাজ্জল হোসেনও বিভিন্ন কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। এছাড়াও তিনিসহ সকল সদস্য ক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।