বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৪ জুলাই ২০২১, ১২:৩৯

আসুন, করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হই-১১

গোলাম মোস্তফা
আসুন, করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হই-১১

‘মাস্ক নেই তো সেবা নেই’ এই নীতিতে চলছে ফরিদগঞ্জ বিআরডিবি অফিস : আবদুস সালাম আজাদ জুয়েল

'করোনায় সারাদেশে মৃত্যুর মিছিল চলছে। প্রতিদিন হাজার হাজার লোক আক্রান্ত হচ্ছে। এক ভয়াবহ বিপর্যয়ে দেশ। চাঁদপুরে করোনা সংক্রমণ সারাদেশের গড়ের চেয়েও বেশি। এমতাবস্থায় আপনার ব্যক্তিগত বা সংগঠনের পক্ষ থেকে আপনি করোনা মোকাবেলায় বিশেষ করে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানার জন্যে সচেতনতা সৃষ্টিতে স্বেচ্ছায় ছোট-বড় কী কাজ করতে চান কিংবা কী বলতে চান?

এমন প্রশ্নের জবাবে ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল বলেন, দেশের অন্য জেলাগুলোর তুলনায় চাঁদপুরে করোনা ভাইরাস সংক্রামনের হার অনেক বেশি হতে পারে বলে বিশেষজ্ঞগণ এবং স্বাস্থ্য মন্ত্রণলয় থেকে পূর্বেই বার বার ইঙ্গিত দিয়ে আসছেন। কারণ চাঁদপুর জেলাটি দেশের নৌ, রেল, সড়ক পথে যাতায়াতের বা যোগাযোগ ব্যবস্থার অন্যতম সংযোগস্থল। ফলে প্রথম থেকেই চাঁদপুরকে রেড জোন জেলা হিসেবে উল্লেখ করা হলেও চাঁদপুর জেলাবাসীর মাঝে সচেতনতার অভাবে প্রতি নিয়ত আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। মানুষের মাঝে সরকারের ঘোষিত নিয়মকানুন ও লকডাউন পালনে একটা অনীহাভাব পরিলক্ষিত করছি।

তিনি বলেন, করোনা মহামারীর মধ্যেই আমি ২০২০ সালের ২৩ জুন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে, গত ১ বছরে উপজেলার সমবায়ী ও সাধারণ জনসাধারণকে করোনা থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার ও হ্যান্ডসেনিটাইজার ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য বেশকিছু সামাজিক ও সচেতনতামুলক কর্মসূচি পালন করি। গত ১ বছরে সমবায়ীদের মাঝে ৮ হাজার ও সাধারণ মানুষের মাঝে ৫ হাজারসহ মোট ১৩ হাজার মাস্ক বিরতন করেছি। ইতিমধ্যে আরো ৪ হাজার মাস্ক বিতরণের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, করোনা মোকেবেলায় জনসচেতনতায় সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি, যতটুকু সম্ভব কর্মহীন গরিব, অসহায় ও দুঃস্হ পরিবারগুলোকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা দিয়েছি এবং এখনো দেয়ার চেষ্টা করছি। আমার সমবায়ীদের ব্যক্তিগত ও সমষ্টিগতভাবেও সহযোগিতার হাত বাড়িয়েছি। এমনকি আমাদের অফিসে ‘মাস্ক নেই তো সেবা নেই’ নিয়ম চালু করেছি। মুল কথা হচ্ছে জনগণ যদি লুকোচুরি না করে, একটু সচেতন হয়, তাহলে বৈশ্বিক মহামারী করোনা মোকেবেলা সম্ভব। পাশাপাশি আমি মনে করি, বর্তমান পরিস্থিতি থেকে আমাদের স্বাভাবিক জীবন ফিরে আসতে হলে গণটিকার বিকল্প নেই। তাই, সকলের প্রতি বিনয়ের সাথে আহবান থাকবে, নিজে বাঁচুন, পরিবার ও সমাজকে বাঁচান, দেশকে মহামারী থেকে রক্ষা করুন। আসুন মাস্ক পড়ি, সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।

উল্লেখ্য, আবদুস সালাম আজাদ জুয়েল চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক নেতা, তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) চাঁদপুর জেলা প্রতিনিধির দায়িত্বে রয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়