প্রকাশ : ২৮ জুন ২০২২, ০৮:২৬
শাহজাহান চোকদারের মৃত্যুতে পিস ফোরামের শোক
জনাব শাহজাহান চোকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিস ফোরাম। তাঁরা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। বাংলাদেশ কৃষক লীগ জাতীয় কমিটির প্রাক্তন সদস্য চাঁদপুরের এক সময়ের কিংবদন্তী ছাত্রনেতা, অকৃত্রিম বন্ধুর মহাপ্রয়ানে গভীর শোক ও শোকাহত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। চাঁদপুরবাসীর প্রিয় মুখ শাহজাহান চোকদার ২৭ জুন বিকেল আড়াইটায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
|আরো খবর
পিস ফোরামের জনাব সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, আমার দীর্ঘদিনের রাজনৈতিক ঘনিষ্ঠ সহকর্মীর স্মৃতি এবং তাঁর একটি কষ্টের কথায় আমৃত্যু আমাকে কাঁদাবে। সেটি হলো বাংলাদেশ কৃষক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি/আহবায়কের দায়িত্ব পালন করেছেন বঙ্গবন্ধুর জীবন-দর্শনের সারথী বণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মরহুম হাবিবুর রহমান তালুকদার, (ছোট সুন্দর, রামপুর ইউপি, তাঁর জনপ্রিয়তার কারনে ঘুম করা হয়েছিলো) মরহুম ভাষা সৈনিক মোজাফফর আহমেদ, মরহুম আব্দুল মালেক ভূঁইয়া। মরহুম শহীদউল্লাহ মাষ্টার যখন সভাপতি তখন শাহজাহান চোকদার সাধারন সম্পাদক। সেই সময় তাঁদের নিবেদিত সহযোগীতায় বাংলাদেশ কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে চাঁদপুর জেলার ৮টি উপজেলায় গ্রাম পর্যন্ত বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক ভিত্তি প্রতিষ্ঠা করি। পরবর্তীতে মরহুম শহীদউল্লাহ মাষ্টার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হন কিন্তু চাকুরি লীগের এক নেতার ষড়যন্ত্রের কারনে শাহজাহান চোকদার জেলা কৃষক লীগের সভাপতি হতে পারেন নি!!
তারপর মরহুম শাহজাহান চোকদার প্রায়ই আমাকে দুঃখ করে বলতেন ভাই সবাই আমাকে আশ্বাস দেয়, আমি সারাদিন রাজনীতি নিয়ে থাকি, আপনার ভাবীর বাড়ীতে থাকি, আপনার ভাবী মাষ্টারী করে সংসার চালায় কিন্তু চাকুরি লীগ, আত্মীয় লীগ, শক্তি লীগ ও টাকা লীগের কারনে আমাকে জেলা আওয়ামী লীগের একটি সদস্যও কেউ করলো না!! তাঁর এই বেদনা আমৃত্যু আমাকে কাঁদাবে।
বন্ধু বৎসল, পরোপকারী, সদা হাস্যোজ্জ্বল, সদালাপী শাহজাহান চোকদার মহান মুক্তিযুদ্ধের চেতনায় নৈতিক মানবিক অসাম্প্রায়িক বাংলাদেশ গড়ার কাজে আমৃত্যু নিবেদিত ছিলেন।