প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ১৩:০১
কঠোর লকডাউনের প্রথম দিন ফরিদগঞ্জে লোকজনের উপস্থিতি কম
পবিত্র ঈদুল আযহার ছুটি শেষে আজ ২৩ জুলাই শুক্রবার থেকে শুরু হলো সর্বাত্মক কঠোর লকডাউন।
|আরো খবর
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় লকডাউনের প্রথম দিন শুক্রবার তথা পবিত্র জুম্মার দিন হওয়ায় লোকজনের উপস্থিতি নিতান্তই কম ছিল। হাতে গোনা কিছু দোকানপাট ছাড়া আর সকল দোকানপাট বন্ধ ছিল। ওষুধ ফার্মেসি, হোটেল-রেস্তোরাঁ এবং মুঠোফোন একাউন্ট রিচার্জের দোকানগুলো খোলা ছিল। দু' একজন দোকানিকে একটি শাটার খুলে ক্রেতার অপেক্ষায় থাকতে দেখা গেছে।
দুপুর সাড়ে বারোটার দিকে ফরিদগঞ্জ বাসষ্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, ব্যাটারিচালিত অটোবাইক এবং ব্যাটারিচালিত রিকশা ছাড়া আর কোনও যানবাহন নেই। নিতান্ত বাধ্য হয়েই যারা ঘর থেকে বেরিয়ে ছিলেন, তাদেরকেই রাস্তায় দেখা গেছে।
তবে বের হওয়া লোকজনের মধ্যে স্বাস্থ্য বিধিমানা তথা মাক্স ব্যবহার করার কোনও বালাই দেখা যায়নি। যাদের মুখে মাক্স দেখা গেছে, তাদের অধিকাংশ ক্ষেত্রেই মাক্স মুখের পরিবর্তে থুতনির নিচে রাখা ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশের কাউকে উপজেলা সদরে দেখা যায়নি। জানা গেছে, উপজেলা সদরের বাইরের বাজারগুলিতে তারা পর্যবেক্ষণে নেমেছে।