মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২২ জুন ২০২২, ২০:০০

মতলব উত্তরে মাদকদ্রব্য রোধকল্পে কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস

মাদক সেবনের কুফল সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে

মাহবুব আলম লাভলু
মাদক সেবনের কুফল সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে

মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ কুদ্দুস বলেছেন, মাদক শতভাগ নির্মুল করা সম্ভব না, কারন মাদক দিয়ে ঔষধ তেরি হয়। মাদকের যাতে অব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। মাকক সেবনের কুফল সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আইন প্রয়োগ করতে হবে। মাদক সেবনকারী চিহ্নিত করে তাকে সামাজিকভাবে বুঝিয়ে অথবা চাপ প্রয়োগ করে ফেরাতে হবে। তাছাড়া তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা, মসজিদে বয়ান, ধর্মীয় অনুভূতি, সামাজিক চাপ, রাস্ট্রীয় আইন,ক্রীড়া ও সাংস্কৃতিকের মাধ্যমে মাদকের অপব্যবহার রোধ করা সম্ভব। ২২ জুন (বুধবার) মতলব উত্তর উপজেলায় মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলে।

তিনি আরো বলেন, দেশের প্রচলিত আইনের ফাঁক ফোকরে তারা ছাড় পেয়ে যাওয়ার কারনে তারা এ নেশা থেকে ফিরে আসেনা। যারা মাদক ব্যবসায়ী তারা থাকে ধরাছোঁয়ার বাইরে। অধিক লাভের আশায় ঝুঁকি নিয়ে জড়িত থাকতে চায় তারা। ক্ষুদ্র ব্যবসায়ী আর সেবনকারীরা ধরা পড়ে আইনের হাতে। জেল থেকে ছাড়া পেয়ে অর্থের অভাবে আবার জরিয়ে পরে তার। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন -উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, সহকারী কমিশনার ভূমি ও ছেংগারচর পৌরসভার প্রশাসক হেদায়েত উল্লাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চাঁদপুর জেলা শাখার কর্মকর্তা ইমদাদুল হক, সুলতানাবাদ ইউপির চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন, মতলব উত্তর প্রেসক্লাবে সভাপতি বোরহান উদ্দিন ডালিম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়