বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ১১:০৪

কোরবানী পশুর বর্জ্য পরিষ্কার করলেন মেয়র লিপন

কামরুজ্জামান টুটুল
কোরবানী পশুর বর্জ্য পরিষ্কার করলেন মেয়র লিপন

নির্দিষ্ট সময়ে কোরবানী পশুর বর্জ পরিস্কার করতে সক্ষম হলেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন। ১২০ টন বর্জ অপসারনকালে কিছু কিছু স্থানে মেয়র নিজে কাজ করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। অবশ্য ঈদের আগে মেয়র নিজেই ঘোষনা দেন ঈদের সন্ধ্যা নামেই বর্জ করতে করবেন।

খোঁজ নিয়ে জানা যায়, ঈদের দিন বুধবার মাগরিবের আগেই সব বর্জ পরিস্কারের দৃশ্য চোখে পড়ে পৌরবাসীর। পৌর কর্তৃপক্ষ এবারে পশু জবাইয়ের জন্য ৪৩টি স্থান নির্ধারন করে দিয়েছে। কিন্তু বহুজনে পৌরসভার নির্ধারিত স্থানে পশু জবাই না করে নিজেরা নিজেদের সুবিধামতো স্থানে পশু জবাই করেছে। পশু জবাইয়ের সকল স্থান থেকে বর্জ অপসারন শেষে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেন পৌর কর্তৃপক্ষ।

এছাড়াও কোরবানীর পশুর বর্জ্য অপসারণের পর পৌর এলাকায় স্থাপিত পশুর হাট থেকেও গোবর, ঘাস ও খড়কুটাসহ অন্যান্য বর্জ্য অপসারণ করা হয়। এ দিন (বুধবার) গভীর রাত পর্যন্ত হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ কেন্দ্রীয় বাস র্টামিনালের অস্থায়ী গরুর হাট এবং হাজীগঞ্জ বাজারস্থ বালুর মাঠে অস্থায়ী ছাগলের হাটে জমে থাকা বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন কর্মীরা।

বুধবার বিকেলে সরেজমিন ঘুরে দেখা গেছে, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের উপস্থিতি ও তদারকীতে কোরবানীর পশুর বর্জ্য অপসারণ করা হচ্ছে। বর্জ্য অপসারণের পাশাপাশি তিনি পৌরবাসীর সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, এ দিন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সার্বিক তত্ত্বাবধানে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত ২৬ জন পরিচ্ছন্ন কর্মী পৌরসভা এলাকা থেকে প্রায় ১২০ টন (১ লাখ ২০ হাজার কেজি) কোরবানীর পশুর বর্জ্য অপসারণ করে। পরিচ্ছন্ন কর্মীদের দুইটি টিমের মাধ্যমে ট্রাকযোগে এসব বর্জ্য অপসারণ করা হয়।

পরিচ্ছন্ন অভিযানে পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সাথে পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই তার দেওয়া নির্ধারিত সময়ের মধ্যেই কোরবানীর পশুর সকল বর্জ্য অপসারণ করা হয়। যা টানা ৬ বছর ধরে চলে আসছে। তিনি নিজে উপস্থিত থেকে বর্জ্য পরিস্কারের অভিযান পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়