মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২১ জুন ২০২২, ২০:২৪

ফরিদগঞ্জ আইডিয়েল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ আইডিয়েল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়েল সমাজসেবা ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪র্থ বর্ষে পর্দাপণ উৎসব পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২১জুন) উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের খাজুরিয়া বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে সকালে ব্লাডগ্রুপিং কার্যক্রমের উদ্বোধন করে স্থানীয় ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ। দিনব্যাপি চলা এই কর্মসূচী প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী নিজেদের ব্লাডগ্রুপিংয়ে অংশ নেয়। বিকেলে স্থানীয় রাউফেন মজিদ স্মৃতি পাঠাগারে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ এর সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি পারেভজ মোশারফের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিআরডিবির চেয়ারম্যান আব্দুল সালাম আজাদ জুয়েল, অতিথি হিসেবে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাবেক সম্পাদক যুগান্তর প্রতিনিধি প্রবীর চক্রবর্তী, রাউফেন মজিদ স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা গিয়াস উদ্দিন, সেফ দি ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, খাজুরিয়া বহুুমখি উচ্চ বিদ্যলয়ের সহকারি প্রথান শিক্ষক শাজাহান গাজী, গুপ্টি সপ্রাবির প্রধান শিক্ষক নাইছর উদ্দিন, সেফ দি ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইকবাল হোসেন, প্রজ্জলন এর প্রতিষ্ঠাতা শামীম হাসান বক্তব্য রাখেন। আলোচনা শেষে গত ৩ বছরে সবেচেয়ে বেশি রক্তাদাতাকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। পরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়