প্রকাশ : ২২ জুলাই ২০২১, ২০:১০
ফরিদগঞ্জে এমএ হান্নানের গোস্ত ও নগদ টাকা বিতরণ
প্রতি বছরের ন্যায় এ বছরও গরিব অসহায় এবং মোটর শ্রমিকদের মধ্যে ঈদুল আযহা উপলক্ষে গোস্ত ও নগদ টাকা বিতরণ করেছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি'র প্রধান সমন্বয়ক ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, দানবির আলহাজ এম এ হান্নান। বৃহস্পতিবার দুপুর হতে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রায় ১হাজার জনকে ২ কেজি গোশত ও নগদ একশত টাকা করে বিতরণ করেন।
|আরো খবর
এ সময় মোটর শ্রমিকদের মধ্যে ইয়াসিন মিয়া, আব্দুস সাত্তার, আলমগীর হোসেন, আব্দুর রশিদ সহ আরো কয়েকজন আবেগ আপ্লুত হয়ে বলেন হান্নান ভাই, সত্যিই একজন ভালো মানুষ, মহান রাব্বুল আলামীন তাকে ফরিদগঞ্জে পাঠিয়েছেন গরিবের উপকার করার জন্যেই। তার মত এমন পরোপকারী লোক আমরা আর কখনো দেখিনি। এবং গরীব অসহায়দের সহায়তা কারী এমন ব্যক্তি চাঁদপুর জেলায় তো দূরের কথা সারা বাংলাদেশে আছে কিনা আমরা জানি না। তাঁরা মহান রাব্বুল আলামিনের কাছে আলহাজ্ব এমএ হান্নান সাহেবের জন্য দীর্ঘায়ু কামনা করেন।
গোস্ত এবং নগদ টাকা বিতরণের সময় আলহাজ্ব এমএ হান্নানের সাথে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি'র সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব আবু জাফর খসরু মোল্লা, সহ-সভাপতি মহসিন চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু তাহের ইঞ্জিনিয়ার, ৪নং সুবিদপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি জাহাঙ্গীর আলম ভুলু, সাধারণ সম্পাদক ইকবাল খলিফা, ফরিদগঞ্জ পৌর যুবদলের আহবায়ক ও ফরিদগঞ্জ পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটোয়ারী, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আমির হোসেন খান, আমজাদ হোসেন শিপন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের প্রস্তাবিত কমিটির সদস্য-সচিব ফারুক হোসেন, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাওন চৌধুরী সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।