প্রকাশ : ১৬ জুন ২০২২, ২০:০২
বর্ষায় চাঁদপুর লঞ্চঘাটের ঝুঁকিপূর্ণ পন্টুন সংযোগ সিঁড়ি
চাঁদপুর লঞ্চঘাটের পন্টুন সংযোগ সিঁড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর কারন, বর্ষায় নদীর পানি বাড়ার সাথে সাথে ঘাটের পন্টুনগুলো উঁচুতে অবস্থান করছে। সিঁড়ির সাথে পন্টুন সমতল না থাকায় লঞ্চে উঠানামায় যাত্রীরা পড়ছেন বিপাকে। ঘাটে লঞ্চ ভেড়ামাত্রই শুরু হয় যাত্রীদের তাড়াহুড়ো। ফলে প্রায়ই ঘটে দুর্ঘটনা। সরজমিনে এমন দৃশ্য দেখা যায়। এমন পরিস্থিতিতে প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌপথে ঢাকা ও দক্ষিণাঞ্চলে যাওয়া-আসা করছে হাজার হাজার মানুষ।বর্যায় পন্টুনঘাট ঠিক রাখার জন্য বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট বিভাগ এ ব্যাপারে কাজ করার কথা। নিয়ম রয়েছে শুষ্ক এবং বর্ষা মৌসুমে হাই ওয়াটার লো-ওয়াটার ম্যানেজমেন্ট করে লঞ্চ ঘাটের পন্টুন স্থাপন এবং সংযোগ সিঁড়ি সমতল রাখা।বর্ষা শুরু হলেও এ বছর চাঁদপুর লঞ্চঘাটে সেই কাজটি এখনও করেনি কর্তৃপক্ষ।