প্রকাশ : ১৬ জুন ২০২২, ১৮:১২
প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী নিয়ে হাজীগঞ্জে কর্মশালা
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদেের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন।
|আরো খবর
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:রাশেদুল ইসলামের সভাপ্রধানে ৫ টি গ্রুপে ১০টি উদ্ভাবনী তথা নারীর ক্ষমতায়ন,আশ্রায়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ,বিনিয়োগ সঞ্চয়, পরিবেশ সুরক্ষা, সামিজিক নিরাপত্তা কর্মসূচি, সবার জন্য বিদ্যুৎ বিষয়গুলো নিয়ে ব্যাপক পরামর্ম ও সমাধান নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান মানিক। উদ্ভাবনী টিমে অংশ নেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, সদস্যগন, উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাকগন, গনমাধ্যমে কর্মরত গনমাধ্যমকর্মীবৃন্দ।