প্রকাশ : ১৪ জুন ২০২২, ১৯:৩১
হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ
হাজীগঞ্জের আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে পরীক্ষার্থীদের সফলতা কামনায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র-১ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. জাহিদুল আযহার আলম বেপারী।
বিদ্যালয় প্রধান শিক্ষক দীপক চন্দ্র দাশের সভাপ্রধানে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম বেপারী, মোহাম্মদ আলী হোসেন।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় তাকওয়া মসজিদের মোতওয়াল্লী মো. হারুন অর রশিদ, বিদ্যালয়ের সাবেক শিক্ষক যুগল কৃষ্ণ হালদার, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মাসুদ আলম।
সহকারী প্রধান শিক্ষক কামরুল আহসান পাটওয়ারীর সঞ্চালনে পরীক্ষার্থী ও অধ্যয়নরতদের পক্ষে বক্তব্য রাখেন সাদিয়া আফরিন। এর আগে পরীক্ষার্থীদের পক্ষে বিদায় বাণী পাঠ করেন পরীক্ষার্থী আতিকা তাবাসসুম ও অধ্যয়নরতদের জেরিন আক্তার।
অতিথিদের বক্তব্য শেষে বার্ষিক মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক আনম মাহবুবে এলাহি। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, শিক্ষার্থী মারুফ রায়হান। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য, অন্যান্য অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।