প্রকাশ : ১৪ জুন ২০২২, ১৬:২০
ফরিদগঞ্জ পৌর মেয়রের মহানুভবতা
অর্থের অভাবে ঘর টিনের চাল লাগাতে না পারা এক নারীকে ফরিদগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ঘরের চালের জন্য ঢেউ টিন তুলে দিলেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। গতকাল মঙ্গলবার সকালে পৌর এলাকার কেরোয়া গ্রামের জনৈক গৃহবধুর কাছে ঢেউটিন হস্তান্তর কালে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী দেলেয়ার হোসেন, প্যানেল মেয়র আ: মন্নান পরান, জাহিদ হোসেন, সাজ্জাদ হোসেন, আমিন মিজি ও পৌর সভার ক্যাশিয়ার গিয়াস উদ্দিন প্রমুখ। এসময় মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, জনপ্রতিনিধি হিসেবে আমাদের সকলের দায়িত্ব জনগণের পাশে দাড়ানো। সেই দায়িত্ববোধ থেকেই আমি পৌরসভার পক্ষ থেকে এই গৃহবধূকে তাৎক্ষনিক ঘরের চালের জন্য প্রয়োজন মাফিক ঢেউটির তুলে দিলাম। আমাদের সাধ আছে কিন্থু সামর্থ নেই। তবে তার মধ্যেও চেষ্টা করে যাচ্ছি, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য।