মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ১৩ জুন ২০২২, ২০:২৩

কচুয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কচুয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মেহেদী হাসান

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ ও সরকারের দূর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে আকানিয়া বিশ্বরোড সংলগ্ন ঈদগাহ মাঠে কচুয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকবুল হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ জালাল প্রধান জালাল, সহ-সভাপতি মিজানুর রহমান পাঠান ও মিজানুর রহমান মিয়াজী, যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, পৌর বিএনপির সভাপতি নুরুল আমিন বকাউল, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মফিজুল ইসলাম মধু, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার, যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব এ্যাডভেকেট মাসুদ প্রধানীয়া, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব দুলাল প্রধান, যুগ্ম আহবায়ক শহীদ উল্লাহ, সাচার ইউনিয়ন যুবদলের আহবায়ক আঃ রাজ্জাক , যুবদল নেতা সুমন সরকার, আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সিরাজ, সাবেক সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম মুন্সি, সদস্য সচিব আল-আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এনাম প্রধান, সদস্য সচিব মিজানুর রহমান, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল প্রধান, সাইফুল ইসলাম, এসএম রিপন, ছাত্রদল নেতা আনাছ মুন্সি, ইমাম হাসান, আরিফ হোসেন, শাখওয়াত হোসেন, রিফাত, ইঞ্জিনিয়ার বিল্লাল, গাজী রশিদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আমরা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার লক্ষে বিদেশে প্রেরণ করার জন্য সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি। এবং সরকারের দূর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যেই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এই দাবী সমূহ সরকার যদি মেনে না নেয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যোগ দিব।

এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সকল সহযোগী সংগঠনের প্রায় সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়