মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১২ জুন ২০২২, ২১:০৪

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় নতুন জেলা প্রশাসক কামরুল হাসান

সবার সহযোগিতার মাধ্যমে আমি আমার দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করবো

মিজানুর রহমান
সবার সহযোগিতার মাধ্যমে আমি আমার দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করবো

চাঁদপুরের নতুন জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিচ্ছি, তিনি আমাকে জেলা প্রশাসক নির্বাচিত করে এই জেলায় প্রেরণ করেছেন। আমি সবার সহযোগিতার মাধ্যমে যেন আমার দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করতে পারি। আগামী ২৫ জুন আমরা আরেকটি বিজয় উদ্যাপন করবো। বাংলাদেশের সর্ববৃহৎ উন্নয়ন প্রকল্প পদ্মা সেতু উদ্বোধনের দিন পর্যন্ত আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। যাতে কেউ কোনো নাশকতা করতে না পারে। তিনি ১২ জুন রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সভার শুরুতে বিগত মাসের আইন-শৃঙ্খলা বিষয়ক রিপোর্ট তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার।

সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান, আড়াইশ’ শয্যার চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম মাহাবুবুর রহমান, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন প্রমুখ। উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন সমস্যাসহ আইন শৃঙ্খলা বিষয়ের ওপর উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুব উল আলম লিপন, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, কচুয়া পৌরসভা মেয়র নাজমুল আলম স্বপন, মতলব দক্ষিণের ইউএনও ফাহমিদা হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামসুজ্জোহা, পল্লীবিদ্যুতের জেনারেল ম্যানেজার দেব কুমার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক সাহিদুল ইসলাম, সদর আসনের এমপির প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু প্রমুখ।

তারা নাশকতার বিষয়ে সতর্ক থাকা, কোরবানি ঈদকে সামনে রেখে সুষ্ঠু ব্যবস্থাপনায় পশুর হাট ইজারা দেয়া, যানজট নিরসন, বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কের মুন্সিরহাট, নারায়ণপুর বাজার রাস্তার পাশে অবৈধ স্থাপনা অপসারণ, মাদক নিয়ন্ত্রণ, হাসপাতালে মেডিকেল রিপোর্ট, পল্লী বিদ্যুতের সমস্যাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, দক্ষিণাঞ্চল ও ঢাকার সাথে চাঁদপুরের নৌ যাতায়াত ভালো থাকায় নদীপথে অসংখ্য মানুষ যাতায়াত করে। যাত্রী পরিবহণের এসব নৌযানে অগ্নিকাণ্ডের মতো কোনো নাশকতা যাতে না হয় সবাই মিলে সে ব্যাপারে তৎপর থাকতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়