মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ০৬ জুন ২০২২, ২১:২৪

চাঁদপুর জেলা সাব রেজিস্ট্রারের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা

গোলাম মোস্তফা
চাঁদপুর জেলা সাব রেজিস্ট্রারের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা

চাঁদপুর জেলা সাব-রেজিস্ট্রি অফিসের জেলা রেজিস্ট্রার মোস্তাক আহমেদের পদোন্নোতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা সাব রেজিস্ট্রার অফিসের ৩য় তলার হলরুমে চাঁদপুর সদর উপজেলা সাব রেজিস্ট্রার এ কে এম মাহমুদুল হকের সভাপতিত্বে উক্ত বিদায়ী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদায়ী ও সংবর্ধিত জেলা সাব রেজিস্ট্রার মোস্তাক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে বিদায়ী জেলা সাব রেজিস্ট্রার বলেন, এই ডিপার্টমেন্টকে আপনাদের ডিপার্টমেন্টে হিসেবে ধরে রাখতে হলে যার উপর যে দায়িত্ব আছে সে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। প্রত্যেক সাব-রেজিস্ট্রার নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। একজন গ্রাহক যখন আপনার উপর তার কাগজপত্রগুলো দিয়ে আস্থা রাখছে, আপনি গ্রাহকের সে আস্থা সমুন্নত রাখতে আন্তরিকতার পরিচয় দিতে হবে । আপনারা গ্রাহকের কাগজপত্র গুলো দেখে আইনসম্মতভাবে যেটা সঠিক সেভাবে দলিল লিখবেন, এর বাইরে কিছু করবেন না, কারণ আপনারা হলেন গ্রাহকদের আস্থার প্রতীক । তিনি উপস্থিত দলিল লেখকদের উদ্দেশে বলেন, আপনারা স্থানীয় লোক আর সাব রেজিস্ট্রাররা অন্য জেলা থেকে এখানে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করতে এসেছে। আপনাদের দলিল লেখা বা কোন কাজের মাধ্যমে যেন সাব রেজিস্ট্রাররা বিব্রত না হন সেদিকে সর্তক নজর রাখবেন। তাছাড়া আপনারা ভুল করলে এই খেসারত আপনাদের কে ও দিতে হয়। তাই সেদিকে আপনারা সচেতনতার সাথে লক্ষ্য রাখবেন। ভালোবাসার মাধ্যমেই সম্পর্ক তৈরি হয়। আপনারা পারস্পরিক ভালোবাসা ও কাজ দিয়ে চাঁদপুর রেজিস্ট্রি অফিসকে একটি পরিবেশ বান্ধব সুন্দর রেজিস্ট্রি অফিস হিসেবে গড়ে তুলবেন, এটি আমার প্রত্যাশা রইলো। সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা মোঃ শাহ আলম খানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার আশ্রাফুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার রফিক উদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা সাব রেজিস্ট্রার আহসানুল হাবীব, কচুয়া উপজেলা সাব রেজিস্ট্রার রিয়াজুল ইসলাম, মতলব উত্তর উপজেলা সাব রেজিস্ট্রার সাজেদা আক্তার, হাইমচর উপজেলা সাব রেজিস্ট্রার শাহেদ হোসেন,দলিল লেখক সমিতির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি খোরশেদ আলম বাবুল, কেন্দ্রীয় উপদেষ্টা মজিবুর রহমান খান, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জনাব খাইরুল ইসলাম বিল্লাল,জেলা রেজিস্ট্রি অফিসের প্রধান সহকারী বাবু শিব প্রসাদ, ফরিদগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের সহকারি আবুল বাশার শেখ, চাঁদপুর সদর নকল নবিশ মোহড়ার মোঃ মানিক গাজী, নকল নবিশ হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে জেলা রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা, জেলা দলিল লেখক সমিতি ও নকল নবিশ গন বিদায়ী জেলা সাব রেজিস্ট্রারের হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়